নিজস্ব সংবাদদাতা ,গাজোল , ০৯ অক্টোবর : বর্ষায় বেহাল অবস্থা গাজোলের ৩৪ নম্বর জাতীয় সড়কের একাংশের। খানা,খন্দে ভরে গিয়েছে গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন অংশ। এতে করে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনা অন্যদিকে যানজটে নাকাল হচ্ছে সাধারণ মানুষ। এবারে বেহাল হয়ে পড়া ৩৪ নম্বর জাতীয় সড়ক অবিলম্বে সংস্কার, অবৈধভাবে টোল আদায় বন্ধ সহ বিভিন্ন দাবিতে শুক্রবার আন্দোলনে নামলো তৃণমূল ছাত্র পরিষদ। এদিন মালদা জেলার গাজোল টোল প্লাজার সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যানার পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গাজোল থেকে রায়গঞ্জমুখী ময়না পর্যন্ত জাতীয় সড়কে বর্ষায় বেহাল অবস্থা। বেহাল জাতীয় সড়কে ঘটছে একাধিক দুর্ঘটনা। জাতীয় সড়কে বড় বড় খানা, খন্দে ভরে গিয়েছে। কার্যত বর্ষায় মশালদীঘি এলাকায় পুকুরে পরিণত হয়েছে জাতীয় সড়ক। যার ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এমনকি প্রতিদিন ৪ থেকে ৫ টি দুর্ঘটনা ঘটছে বলে দাবী বাসিন্দাদের। বর্ষায় কার্যত মরণফাঁদ হয়ে রয়েছে জাতীয় সড়ক। বুধবারও সন্ধ্যায় জাতীয় সড়কে এক ব্যাক্তি মোটরবাইক নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই ব্যাক্তি এবং তার সাথে থাকা এক মহিলা। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসীরা বুধবার সন্ধ্যায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এবারে বেহাল হয়ে পড়া ৩৪ নম্বর জাতীয় সড়ক অবিলম্বে সংস্কারের দাবীতে আন্দোলনে নামলো তৃণমূল ছাত্র পরিষদ। তাদের অভিযোগ ৩৪ নম্বর জাতীয় সড়ক বর্ষায় খানাখন্দে ভরে গিয়েছে অথচ তা মেরামত করার কোন উদ্যোগ নিচ্ছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এমনকি অবৈধভাবে টোল আদায় করা হচ্ছে গাড়ি৷ চালকদের কাছ থেকে। তার প্রতিবাদেই এই আন্দোলন কর্মসূচি বলে জানিয়েছেন তারা। এদিন সংগঠনের পক্ষ থেকে একটি ডেপুটেশন টোলপ্লাজার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচীতে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়, গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ, সহ-সভাপতি গৌতম চক্রবর্তী, এসসি এসটি ওবিসি সেলের সভাপতি জ্যোতিষ মন্ডল, গাজোল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুজয় ঘোষ, গাজোল কলেজ ইউনিটের সভাপতি বিকি সাহা সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। দাবি মানা না হলে ফের আন্দোলনে হবে বলে হুমকি দিয়েছেন তারা।