বর্ষায় মরণ ফাঁদ ৩৪ নম্বর জাতীয় সড়ক, ঘটছে দুর্ঘটনা

বর্ষায় মরণ ফাঁদ ৩৪ নম্বর জাতীয় সড়ক, ঘটছে দুর্ঘটনা

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ০৮ অক্টোবর : বর্ষায় বেহাল অবস্থা গাজোলের ৩৪ নম্বর জাতীয় সড়কের একাংশের। খানা,খন্দে ভরে গিয়েছে গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন অংশ। এতে করে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনা অন্যদিকে যানজটে নাকাল হচ্ছে সাধারণ মানুষ। এবারে গাজোলের মশালদীঘি এলাকায় বেহাল ৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবিতে বুধবার সন্ধ্যায় দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পরে জাতীয় সড়ক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গাজোল থানার পুলিশকর্মীরা। পুলিশের আশ্বাসে অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গাজোল থেকে রায়গঞ্জমুখী ময়না পর্যন্ত জাতীয় সড়কে বর্ষায় বেহাল অবস্থা। জাতীয় সড়কে বড় বড় খানা, খন্দে ভরে গিয়েছে। কার্যত বর্ষায় মশালদীঘি এলাকায় পুকুরে পরিণত হয়েছে জাতীয় সড়ক। যার ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এমনকি প্রতিদিন ৪ থেকে ৫ টি দুর্ঘটনা ঘটছে বলে দাবী বাসিন্দাদের। বর্ষায় কার্যত মরণফাঁদ হয়ে রয়েছে জাতীয় সড়ক। বুধবারও সন্ধ্যায় জাতীয় সড়কে এক ব্যাক্তি মোটরবাইক নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই ব্যাক্তি এবং তার সাথে থাকা এক মহিলা। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসীরা বুধবার সন্ধ্যায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গাজোল থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তিপক্ষের আধিকারিক। জাতীয় সড়ক কর্তিপক্ষ এবং পুলিশি আশ্বাসে অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।

Next Post

বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন বিডিও, সাহায্যের আশ্বাস চাষীদের

Thu Oct 8 , 2020
নিজস্ব সংবাদদাতা , করণদিঘি, ০৮ অক্টোবর : টানা কয়েকদিন নিম্নচাপের বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বিস্তীর্ণ এলাকায়। বন্যার ফলে ঘর বাড়ী ও কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে। বহু মানুষ আশ্রয় নিয়েছেন জাতীয় সড়কের ধারে। বন্যার জেরে নাগর নদীর জল বেড়ে যাওয়ায় নদী পার্শ্ববর্তী […]

আপনার পছন্দের সংবাদ