আরসিটিভি সংবাদ :বিদ্যালয়ের জায়গা দখল করে ব্যাঙ্কের গ্রাহক সেবাকেন্দ্র চালানোর অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনায় ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হুসেনপুর এলাকায়।
আরও পড়ুন- ক্রেতাদের দেখা না মেলায় দোকান বন্ধ! কিন্তু কেন এই হাল?
জানা গিয়েছে, হুসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক অলক পোদ্দারের বিরুদ্ধে বিদ্যালয়ের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে ব্যাঙ্কের গ্রাহক সেবাকেন্দ্র চালানোর অভিযোগ এনেছেন স্থানীয়রা।অলক পোদ্দার স্থানীয় বুথের তৃণমূলের পঞ্চায়েতের সদস্যও। অনিয়মিতভাবে স্কুলে আসা, বিভিন্ন প্রকল্পে কাটমানি নেওয়া সহ নানা দূর্নীতির অভিযোগে সরব হয়েছে স্থানীয়রা। এমনকী প্রতিবাদ করতে গেলে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ এনেছেন তারা।
আরও পড়ুন-মাধ্যমিক পরীক্ষার গার্ড প্রাথমিক শিক্ষক !
যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অলক পোদ্দার নামে ওই পঞ্চায়েত সদস্য।তৃণমূলের অঞ্চল সভাপতি মহম্মদ নুর আজমের নেতৃত্বে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে বিক্ষোভ করানো হচ্ছে বলে অভিযোগ এনেছেন তিনি।
আরও পড়ুন-একত্রবাস রোগী ও ইঁদুরের
অন্যদিকে এই বিক্ষোভে নিজের যোগের কথা অস্বীকার করেছে শাসকদলের অঞ্চল সভাপতি মহম্মদ নুর আজম। এমনকী বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে তার কাছে গ্রাহক সেবাকেন্দ্র চালানোর অভিযোগ জানানো হয়েছিল। প্রশাসন অভিযোগ খতিয়ে দেবে উপযুক্ত পদক্ষেপ নেবে বলে জানান তিনি