
আরসিটিভি সংবাদ : প্রধান শিক্ষকের মারে গুরুতর আহত হল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র। বৃহস্পতিবার দুপুরে এমনই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার রতুয়া ২ ব্লকের অন্তর্গত মহারাজনগর হাই মাদ্রাসা।আক্রান্ত ঐ ছাত্রর নাম আশরাফুল হক।
আরও পড়ুন-একত্রবাস রোগী ও ইঁদুরের
বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া ওই ছাত্র। অভিযোগ, বৃহস্পতিবার নিরাপত্তা রক্ষীর দৃষ্টি এড়িয়ে বিদ্যালয় চত্বরে একটি ছাগল ঢুকে পড়ে। ওই ছাগল তাড়ানোর জন্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান ওই ছাত্রকে নির্দেশ দেন। কিন্তু সেই ছাগল তাড়াতে ওই ছাত্রের কিছুটা দেরি হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রকে মারধর করে বলে অভিযোগ। প্রধান শিক্ষকের মারে গুরুতর আহত হয় ওই ছাত্র। এরপরই বিদ্যালয়ের অন্যান্য ছাত্ররা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুখুরিয়া থানার পুলিশ ও ব্লকের যুগ্ম বিডিও কল্যাণ আশিস দাস। তড়িঘড়ি ওই ছাত্রকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
