ডালখোলা, ২৩ আগস্ট : সুভাষ গোস্বামীকে সরিয়ে তনয় দে কে ডালখোলা পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পদে নিয়োগ করলো রাজ্য সরকার। সোমবার ডালখোলা পৌরসভায় গিয়ে তনয় দে সুভাষ গোস্বামীর কাছ থেকে ডালখোলা পৌরসভার চেয়ারপার্সনের পদভার গ্রহণ করেন। ভাইস চেয়ারপার্সন করা হয়েছে আলী রাজা খানকে। পাশাপাশি এই বোর্ডে প্রশাসক মন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন হিমাদ্রি মুখার্জি, স্বদেশ সরকার, কৈলাস সাহা, রেনু দেবী ভুহানিয়া ও গোপাল রায়। এদিন এই দায়িত্ব হস্তান্তরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন করণদীঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌতম পাল সহ অন্যান্যরা। এবিষয়ে বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, সুষ্ঠু নাগরিক পরিষেবা প্রদানের লক্ষ্যে বিগত দিনগুলির মতো আগামী দিনগুলোতেও জনপরিষেবায় কাজ করবে ডালখোলা পৌরবোর্ড।
উল্লেখ্য, ডালখোলা পৌরসভার পৌরবোর্ডের দায়িত্ব নিলেন নব নিযুক্ত পৌরপ্রশাসক। সোমবার পৌরসভার দায়িত্বভার তনয় দে র হাতে তুলে দেন প্রাক্তন পৌরপ্রশাসক সুভাষ গোস্বামী। রাজ্য সরকারের নির্দেশ মেনে নতুন পৌর প্রশাসক বোর্ডে উপ পৌরপ্রশাসক করা হয়েছে প্রাক্তন উপ পৌরপতি আলী রাজা খানকে। এছাড়া এই বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন হিমাদ্রি মুখার্জি, স্বদেশ সরকার, কৈলাশ সাহা, রেনু দেবী ভুহানিয়া ও গোপাল রায়। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করনদীঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল। এদিন একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবনিযুক্ত বোর্ডের প্রশাসক, উপ পৌর প্রশাসক তথা সদস্যদের হাতে ফুলের স্তবক তুলে দেন বিধায়ক গৌতম পাল। বিধায়ক গৌতম পাল বলেন, নতুন পৌরবোর্ডের কাছে ডালখোলাবাসী অনেক প্রত্যাশা রাখে। আশা করছি নতুন পৌর বোর্ড জনগণের এই প্রত্যাশা পূরণে যথেষ্ট উদ্যোগী হবে। ডালখোলা পৌর এলাকায় এখনও অনেক কাজ বাকি রয়েছে। স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, রাস্তা, পথবাতি সহ অনেক সমস্যা রয়েছে ডালখোলার বিভিন্ন ওয়ার্ডে। আমরা এইসব সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করবো। অপরদিকে নতুন পৌরপ্রশাসক তনয় দে বলেন, প্রথম পর্যায়ে আমাদের লক্ষ্য ডালখোলাকে জঞ্জালমুক্ত করা, বেশ কিছু ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা ও রাস্তার সমস্যা রয়েছে, সেই সমস্যার দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করবো। এছাড়া ডালখোলায় জাল মদ ও মাদক পাচারের একটি বড় চক্র বেশ কিছুদিন ধরে সক্রিয় রয়েছে, অবিলম্বে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই বেআইনি কাজ বন্ধ করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব।