রায়গঞ্জ শহরের বুকে অ্যাসিড হামলার ঘটনায় চাঞ্চল্য। বেপরোয়া মোটর বাইক চালানোর প্রতিবাদ করায় অ্যাসিড হামলার শিকার এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের তুলশীতলা এলাকায় স্পোর্টস ক্লাবের ময়দানে। আক্রান্তেন নাম সঞ্জয় গোয়ালা।
পুষ্পা ছেত্রী খুনে অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত
তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সঞ্জয় জানিয়েছেন, শুক্রবার রাতে এলাকার কয়েকজনের সাথে প্রিন্স নামের অভিযুক্ত এক যুবকের ঝামেলা হচ্ছিল। তিনি ঝামেলা নিষ্পত্তি করতে গিয়েছিলেন। অভিযুক্ত যুবক বেপরোয়া ভাবে মোটরবাইক চালান। সঞ্জয় তার প্রতিবাদ করায় অভিযুক্ত মদ্যপ অবস্থায় তাকে ছুরিকাহত করে।
নার্সিংহোমে শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা
সঞ্জয়ের হাতে ছুরি দিয়ে কোপ মারে। এই ঘটনার পর অভিযুক্ত বাড়ি চলে যায়। পরে সঞ্জয় এলাকার লোকজনকে নিয়ে অভিযুক্তের বাড়িতে গেলে অভিযুক্ত প্রিন্স এবং তার ভাই মিলে সঞ্জয়ের উপর অ্যাসিড ছুঁড়ে মারে বলে অভিযোগ। যার জেরে কিছুটা আহত হয়েছেন সঞ্জয়। তিনি আরও জানান, অভিযুক্তরা বিহারের বাসিন্দা। তারা ওই এলাকায় ভাড়া থাকেন। বিভিন্ন সময় অনৈতিক কার্যকলাপ করে থাকেন তারা। ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।