নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২২ ডিসেম্বর : চারটি রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন মালদা জেলা প্রশাসনের আধিকারিকেরা। বাংলা সড়ক যোজনার অন্তর্গত মালদা জেলা পরিষদের তরফে মানিকচক বিধানসভার অন্তর্গত চারটি জায়গায় অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তার কাজের শিলান্যাস করা হয়।
দীর্ঘ প্রতীক্ষিত এই রাস্তাগুলির কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসীরা। প্রথম রাস্তাটি মানিকচক বিধানসভার অন্তর্গত মিল্কি অঞ্চলের বুধিয়া মোড় এলাকায় রাস্তার কাজের শিলান্যাস করা হয়। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক রাজর্ষি মিত্র, জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য সাবিত্রী মিত্র সহ প্রশাসনের কর্তারা। নারকেল ফাটিয়ে ও ফলক উন্মোচন করে মিল্কি বুধিয়া মোড় থেকে রাস্তার কাজের আনুষ্ঠানিক শিল্যান্যাস করেন প্রশাসনের কর্তারা। মিল্কি থেকে ইমামনগর হয়ে শোভানগর পঞ্চায়েত পর্যন্ত পিচিং রাস্তাটি নির্মাণ করা হবে। যার জন্য জেলা পরিষদের আর্থিক তহবিল থেকে প্রায় ১০ কোটি ৮১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। দ্বিতীয় রাস্তাটি মানিকচক বাজার এলাকা থেকে শুরু হয়ে মমিনটোলা এলাকায় গিয়ে শেষ হবে। যার জন্য বরাদ্দ প্রায় ৩ কোটি ৫২ লক্ষ টাকা। মানিকচক বাজার এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাস্তার শিলান্যাস করা হয়। তৃতীয় রাস্তাটি মথুরাপুরের বোচাহি এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্যান্যাস করা হয়। এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ৯ কোটি ২৩ লক্ষ টাকা। এই রাস্তাটি ফতেনগর থেকে শুরু করে গোবিন্দপুর পর্যন্ত নির্মিত হবে। চতুর্থ রাস্তাটি সাহেবনগর এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলান্যাস করা হয়। এই রাস্তার জন্য ৮ কোটি ৫২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই রাস্তাটি সাহেবনগর থেকে গৌরীপুর পর্যন্ত নির্মাণ করা হবে।
সব মিলিয়ে মানিকচক বিধানসভা এলাকায় জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে চারটি রাস্তার আনুষ্ঠানিক শিল্যান্যাস হয়। এ প্রসঙ্গে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল জানান, বাংলা সড়ক যোজনা অন্তর্গত এই চারটি রাস্তা জেলা পরিষদের তরফে নির্মাণ কাজ শুরু হচ্ছে। সব মিলিয়ে প্রায় ৪০ কিলোমিটার রাস্তার জন্য ৩২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ প্রসঙ্গে জেলাশাসক রাজর্ষি মিত্র জানান, পুরনো এ রাস্তাগুলি বিগত দিনে কন্ট্রাকটারদের সমস্যার কারণে সম্পন্ন হয়নি। তবে এবারে এই রাস্তাগুলি নতুন সংস্থার মাধ্যমে নির্মাণ করা হচ্ছে। উন্নত মানের রাস্তা তৈরির কাজ নির্দেশিকা অনুযায়ী করা হবে। সকলের সহযোগিতার সাথে রাস্তার কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।