এক সব্জি বিক্রেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মালদার রতুয়ায়, ঘটনার তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা , রতুয়া, ২২ ডিসেম্বর : সাতসকালে এক সব্জি বিক্রেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছাড়ালো এলাকায়। মঙ্গলবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রতুয়া-১ ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিয়ারা গ্রামে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ আধিকারিকেরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম হেমন্ত মন্ডল (৩৫)। তার বাড়ি রতুয়া-১ ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েত এলাকার নরোত্তমপুর দিয়ারা গ্রামে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হেমন্ত মন্ডল প্রতিদিনের মত মঙ্গলবারও সাইকেলে করে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন কাহালা গাঁজা মোড় এলাকায়। তারপর থেকে কোন খোঁজ ছিলো না তার। এরপর বাড়ি থেকে প্রায় দুশো মিটার দূরে গম ক্ষেতে তার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় দেখতে পান এলাকার স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রতুয়া থানার পুলিশ। ছুটে আসেন তার পরিবারের সদস্যরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

Next Post

ব্রিটেন থেকে বিমানে কলকাতায় ফেরা দু'জনের শরীরে মিলল করোনা ভাইরাস , ব্রিটেনের বিমান বাতিল করল কেন্দ্র

Tue Dec 22 , 2020
নিউজ ডেস্ক , ২২ ডিসেম্বর : ব্রিটেনে উৎপত্তি হওয়া নতুন করোনা ভাইরাস ঘিরে কাঁপছে গোটা বিশ্ব ৷ আতঙ্কের মধ্যে ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা বাতিল করে দিয়েছে বহুদেশ। এরইমধ্যে কলকাতায় পৌঁছানো একটি বিমানের যাত্রীদের মধ্যে দুজনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। বিমানবন্দর সূত্রে খবর, সোমবার সকালে কলকাতায় এসে পৌঁছয় ওই বিমানটি। […]

আপনার পছন্দের সংবাদ