কবরস্থানের জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, জায়গা দখলমুক্ত করতে গিয়ে বিবাদ উভয়পক্ষের

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২৩ ডিসেম্বর : কবরস্থানের জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ এলাকারই এক বাসিন্দার বিরুদ্ধে। জায়গা দখলমুক্ত করতে গিয়ে বিবাদের সুত্রপাত কবরস্থান কমিটি ও দখলকারীর মধ্যে। বুধবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলের খেলেনপুর এলাকায়।

অভিযোগ, খেলেনপুর এলাকায় থাকা কবরস্থান মাঠের একাংশ জবরদখল করে বাড়ি তৈরি করছেন এলাকারই বাসিন্দা মহম্মদ মর্তুজা। কবরস্থান মাঠের একাংশ টিনের বেড়া দিয়ে ঘিরে চলছিল বাড়ি নির্মাণের কাজ। বিষয়টি জানতে পেরে কবরস্থান কমিটির লোকজন সেই টিনের বেড়া ভেঙে দিয়ে নির্মাণ কাজ আটকানোর চেষ্টা করে। এই ঘটনায় গন্ডগোল বেধে যায় উভয়পক্ষের মধ্যে।কবরস্থান কমিটির সদস্য ও এলাকার বাসিন্দা শেখ নইমুদ্দীন বলেন, মঙ্গলবার থেকে দেখছি আমাদের এই কবরস্থানের জায়গা দখল করে বাড়ি দিচ্ছেন মহম্মদ মর্তুজা। এদিন গ্রামবাসীরা এই নির্মাণ কাজ করতে বাধা দি। কাগজ পত্রে উল্লেখ রয়েছে এটি কবরস্থানের জায়গা। ফলে সেই জায়গা দখল করে বাড়ি নির্মাণ করা সম্পূর্ণ বেআইনী। অন্যদিকে শেখ আফসার আলি নামে এক এলাকাবাসী জানিয়েছেন, ছোটবেলা থেকেই এই ফাঁকা জায়গাটি কবরস্থানের কাজে ব্যবহার হতে দেখে আসছি। ফলে সেখানে কোনভাবেই নির্মান কাজ করা যাবে না। এই জায়গাটি দখলমুক্ত করবার দাবী তুলেছেন তিনি।যদিও কবরস্থান কমিটির মাঠ দখল করার অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ মর্তুজা। তিনি জানিয়েছেন, তার নিজের জায়গাতেই বাড়ি তৈরি করছেন। এক্ষেত্রে আমিন দিয়ে জমি মাপ করবার কথা বলেছেন তিনি। কবরস্থান কমিটির জায়গা হলে তা ছেড়ে দেবেন বলে দাবী করেছেন তিনি।এ বিষয়ে কবরস্থান কমিটি জমি জবর দখলের অভিযোগ তুলে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Next Post

২০২১ এর জুনেই হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, জানালেন শিক্ষামন্ত্রী

Wed Dec 23 , 2020
নিউজ ডেস্ক , ২৩ ডিসেম্বর : জল্পনার অবসান। পিছিয়ে গেল ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন। আগামী বছর জুন মাসেই হবে মাধ্যমিক পরীক্ষা ও তারপরই উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ মঙ্গলবার এমনই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য গত নভেম্বর মাসেই মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জুন মাসে পরীক্ষা নিয়ে […]

আপনার পছন্দের সংবাদ