ডিজিটাল ডেস্ক : আত্মহত্যার নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে উঠে এলো পশ্চিমবঙ্গ। যদিও তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গত একবছরে দেশে আত্মহত্যার সংখ্যা বেড়েছে ৩.৪ শতাংশ। আত্মহত্যার নিরিখে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে তামিলনাড়ু ও তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
আত্মহত্যার মূল কারন হিসাবে উঠে এসেছে পারিবারিক সমস্যা। ২০১৮ এর রিপোর্ট অনুযায়ী দিল্লী, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরুতে বেশী আত্মহত্যা ঘটেছে। দেশের শহরাঞ্চলের মধ্যে আত্মহত্যার ঘটনায় দ্বিতীয় স্থানে রয়েছে এই রাজ্যের আসানসোল। ২০১৯ সালে দেশে ৭২ টি সপরিবার আত্মহত্যার ঘটনা ঘটার উল্লেখ রয়েছে রিপোর্টে।
এন সি আর বি-র রিপোর্ট অনুযায়ী ৩২.৪ শতাংশ আত্মহত্যার পেছনে দায়ী পারিবারিক সমস্যা। ১০ শতাংশ ক্ষেত্রের কারন অবশ্য জানা যায় নি। আত্মহত্যার প্রবনতা বেশী লক্ষ করা গিয়েছে ১৮ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে। ২০১৮ সালের তুলনায় ২০১৯ এ সারা দেশে প্রায় পাঁচ হাজার জন বেশী আত্মহত্যা করেছে।