ডিজিটাল ডেস্ক : ভারত-চীন সীমান্তে সংঘাত ও উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণরেখা বরাবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারত-নেপাল সীমান্ত এবং উত্তরাখণ্ড ও সিকিমের ত্রি-সংযোগ অঞ্চলগুলোতে আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দিল। দেশের সীমান্ত রক্ষাকারী সমস্ত বাহিনীকে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি, ওইসব এলাকায় মোতায়েনের জন্য অতিরিক্ত জওয়ান পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, লাদাখের চুসুলের কাছাকাছি এলাকায় চীন ভারতীয় সেনাদের বিভ্রান্ত করতে নানা কৌশল নিতে গ্রহন করতে পারে। সেজন্য সীমান্তের সমস্ত বাহিনীকেই অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে।
অন্যদিকে, নেপালের সাথে প্রভাব খাটিয়ে সমস্যা তৈরি করতে পারে চীন, বলে আশঙ্কা প্রকাশ করেছে গোয়েন্দা এজেন্সি, এসএসবি এবং ইন্দো-তিব্বত সীমান্তে টহলদারি বাহিনী। একইসঙ্গে সীমান্ত টহলদারি বাহিনীকেও অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে।