পুজোর মধ্যেই ইউ জি সি নেট পরীক্ষা ! কী জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ? পড়ুন বিস্তারিত

পুজোর মধ্যেই ইউ জি সি নেট পরীক্ষা ! কী জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ? পড়ুন বিস্তারিত

নিউজ ডেস্ক , ২১ সেপ্টেম্বর :  আগামী ২১, ২২ এবং ২৩ শে অক্টোবর দেশজুড়ে নেট পরীক্ষার হওয়ার কথা ছিল। কিন্তু ঘটনাক্রমে ২১ শে অক্টোবর দুর্গাপুজোর পঞ্চমী, ২২শে অক্টোবর ষষ্ঠী, এবং ২৩ শে অক্টোবর সপ্তমী। সে কারণে পুজোর কটা দিন কিভাবে পরীক্ষা হবে সে নিয়ে শুরূ হয়ে যায় সংশয়। পুজোর দিন পরীক্ষা নিয়ে কেন্দ্রের বিরোধিতায় সরব হন বিরোধী দলগুলি। এ নিয়ে বিরোধিতা শুরূ করেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য, নেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হতেই আন্দোলনে সরব হন বিভিন্ন রাজনৈতিক দল। প্রসঙ্গত পুজোর সময় নেট পরীক্ষার সময়সূচী রাখার জন্য কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফলে পরীক্ষার সময়সূচী নিয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য হয় কেন্দ্রের শাসকদল। এর আগে করোনা আবহে জে ই ই মেন পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু সব প্রতিকূলতা সত্ত্বেও নির্ধারিত সূচী অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার দিন দেখা যায় অধিকাংশ ছাত্র ছাত্রী পরীক্ষাকেন্দ্র পর্যন্ত পৌঁছতেই পারেনি, যারা পৌঁছেছিলেন তাদের অনেক সমস্যার সন্মুখীন হতে হয়।

রমেশ পোখরিয়াল , কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

এবারে নেট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। আন্দোলনের চাপে পড়ে সিধান্ত পুনর্বিবেচনা করে কেন্দ্রের শাসকদল। সোমবার এ বিষয়ে তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের (Ramesh Pokhriyal) সাথে নেট পরীক্ষা নিয়ে আলোচনা হয়েছে তার সাথে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন – পুজোর আগে ইউ জি সি নেট পরীক্ষা হবে না। দুর্গা পুজোর পর নেট পরীক্ষার নতুন দিন নির্ধারণ করা হবে। যদিও এ বিষয়ে এখনও কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি কেন্দ্রের তরফে।

Next Post

লকডাউনে বাংলাদেশে আটকে মা, ফিরিয়ে আনতে হন্যে ছেলে

Mon Sep 21 , 2020
নিউজ ডেস্ক , হেমতাবাদ , ২১ সেপ্টেম্বর :   লকডাউনের কারণে গত সাত মাসধরে বাংলাদেশে আটকে রয়েছেন হেমতাবাদের বাসিন্দা এক বৃদ্ধা। মা কে বাড়ি ফিরিয়ে আনতে বিভিন্ন দফতরে ঘুরে কাজ না হওয়ায় বিপাকে পড়েছেন ছেলে। জানা গিয়েছে , হেমতাবাদের আমবাগান এলাকার বাসিন্দা বৃদ্ধা সন্ধ্যারানী শীল গত মার্চ মাসের প্রথম সপ্তাহে আত্বীয়ের […]

আপনার পছন্দের সংবাদ