নিউজ ডেস্ক , ২১ সেপ্টেম্বর : গোটা দেশ লড়ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। ক্রমশই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে দেশে শুরু হয়েছে আনলক পর্ব ৪, যার ফলে মানুষ ধীরে ধীরে বাড়ির বাইরে বেরোতে শুরু করেছে।
আর তার ফলেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণের হার বেড়ে চলেছে রাজস্থানেও। তাই সংক্রমণে লাগাম টানতে রাজস্থানের রাজধানী জয়পুর-সহ মোট ১১টি জেলায় ১৪৪ ধারা জারি করল রাজস্থান সরকার। রবিবার ট্যুইটারে এমনটাই ঘোষণা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ১৪৪ ধারা চলাকালীন একসঙ্গে চারজনের বেশী মানুষ জমায়েত হতে পারবে না, পাশাপাশি বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে ৩১শে অক্টোবর অবধি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাজস্থানের যে ১১টি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, সেগুলি হল – জয়পুর, কোটা, আজমের, যোধপুর, সিকার, পালি, আলওয়ার, নাগাউর, ভিলওয়ারা, উদয়পুর এবং বিকানির। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) বলেন, “করোনা সংক্রমণ রোধে সোমবার থেকেই রাজস্থানের ১১টি জেলায় ১৪৪ ধারা জারি হচ্ছে। মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাইকে এই নির্দেশ মেনে চলার জন্যে অনুরোধ করব। বাহিনী ব্যবহার করে ১৪৪ ধারা কার্যকর করার পরিবর্তে সরকার চায় সবাই যেন ১৪৪ ধারা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন।” আনলক ৪ পর্যায়ের গাইডলাইন এবং বিধিনিষেধের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য শনিবার রাজস্থানে নতুন করে ১৮৩৪ জন করোনায় আক্রান্ত হন এবং মৃত্যু হয় ১৪ জনের। রাজধানী জয়পুর ও যোধপুরে সব থেকে বেশি সংক্রমণ দেখা গিয়েছে৷ এখনও পর্যন্ত মোট ৯৩৮০৫ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন৷
