
নিউজ ডেস্ক, ২৯ জুন : ভারতের মানচিত্র বিকৃতির অপরাধে ট্যুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরীকে আটক করল উত্তর প্রদেশ পুলিশ। বুলন্দশহরে বজরং দলের নেতা থানায় অভিযোগ দায়ের করেন। ভারতীয় দন্ডবিধির ৫০৫(২) নম্বর ধারা ও আইটি অ্যাক্টের ৭৪ নম্বর ধারায় FIR দায়ের হয়।
আর সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার আটক করা হয়েছে তাঁকে।নয়া ডিজিটাল আইন নিয়ে এমনিতেই বেশ কিছুদিন ধরেই টুইটার কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কেন্দ্র সরকার। সেই আবহেই নতুন মাত্রা যোগ করেছে ভারতের মানচিত্র বিতর্ক। টুইটারের অধীনে ‘টুইপ লাইফ’ বিভাগে ভারতের একটি মানচিত্র দেখা যাচ্ছিল। সেই মানচিত্রে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে ভারতের বাইরে দেখাচ্ছিল বলে অভিযোগ। আলাদা দেশ হিসাবে দেখা দেখাচ্ছিল ভারতের একেবারের উত্তরের ওই অংশকে।যদিও পরে সেই ম্যাপ তড়িঘড়ি মুছে ফেলে টুইটার। কিন্তু মানচিত্র বিতর্কে উত্তর প্রদেশে টুইটারের ভারতীয় প্রধান মনিষ মাহেশ্বরীর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।টুইটারের সঙ্গে কেন্দ্রের সংঘাত শুরু কমপ্লায়েন্স অফিসার নিয়োগ থেকে। কেন্দ্রের নয়া ডিজিটাল আইন অনুযায়ী, ভারতে টুইটারের রেসিডেন্স, গ্রিভেন্স ও কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করার কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও কেন্দ্রের হাতে এসে পৌঁছয়নি তাঁদের তথ্য। এরপরই টুইটারের কাছে থেকে আইনি রক্ষাকবচ তুলে নেয় কেন্দ্র।
অন্যদিকে গাজিয়াবাদে মুসলিম বৃদ্ধ নিগ্রহের ঘটনায়ও কেন্দ্রের নিশানায় টুইটার। কেন্দ্রের সঙ্গে সংঘাতে ঘি ফেলে গাজিয়াবাদের ঘটনা। সেখানে মুসলিম বৃদ্ধকে নিগ্রহের ঘটনাতেও পুলিশি জটিলতায় পড়েছে টুইটার। অনুরোধ করা সত্ত্বেও বিতর্কিত ভিডিয়ো সরিয়ে ফেলা বা বিকৃত বলে চিহ্নিত না করায় ভারতে টুইটারের অধকর্তা মনীশ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে উত্তর প্রদেশ পুলিশ। লোনি থানায় হাজিরার জন্য তাঁকে এবং ধর্মেন্দ্র চতুরকে তলব করে পুলিশ। পাল্টা দরখাস্ত দাখিল করেন মণীশ। তাঁকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে কর্ণাটক হাইকোর্ট। শীঘ্রই এ ব্যাপারে শুনানি স্থির করবে হাইকোর্ট।
আরও খবর পড়ুন : নীল-সাদার ঝড়ে উড়ে গেল বলিভিয়া। জোড়া গোল আর্জেন্টাইন সুপারস্টার মেসির
