পুজোর মুখে ট্রাক ধর্মঘটের ডাক ট্রাক সংগঠনের তরফে, ৭২ ঘন্টা চলবে ধর্মঘট

পুজোর মুখে ট্রাক ধর্মঘটের ডাক ট্রাক সংগঠনের তরফে, ৭২ ঘন্টা চলবে ধর্মঘট

নিউজ ডেস্ক , ১২ অক্টোবর :  পুজোর মুখে ৭২ ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক দিলো ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল টেক্সট ট্রাক অপারেটরস্ অ্যাসোসিয়েশন। অভিযোগ, কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি পণ্যবাহী গাড়ীতে অতিরিক্ত ২৫% পণ্য বহনের ছাড়পত্র দিয়েছে। যা ভারতবর্ষের সব রাজ্যে লাগু হলেও পশ্চিমবঙ্গ সরকার সেই ছাড়পত্র এখনোও রাজ্যে লাগু করে নি, যার দরুন ক্ষতির সম্মুখীন হচ্ছেন ট্রাকের মালিকরা।

পাশাপাশি তোলা আদায়, অতিরিক্ত টোল ট্যাক্স সহ বিভিন্ন দাবীতে সোমবার থেকে টানা ৭২ ঘন্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘট চলাকালীন প্রায় ছয় লক্ষ পণ্যবাহী গাড়ী রাস্তায় নামবে বলে জানানো হয় সংগঠনের তরফে। দাবী পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়েছে।

Next Post

মা দুর্গার মূর্তি তৈরী করে সবাইকে তাক লাগালো সপ্তম শ্রেণির ছাত্র

Mon Oct 12 , 2020
নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ :  আর কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ৷ তারপরেই আপামর বাঙালি মাতবে মা দূর্গার আরাধনায়। তবে করোনা আবহের জেরে অন্যান্য বছরের তুলনায় এইবছর দুর্গাপুজোর চিত্রটি পুরোপুরি ভিন্ন। আর এই করোনা আবহের মাঝেই মা দুর্গার মূর্তি বানিয়ে সবাই কে তাক লাগিয়ে দিল হেমতাবাদের বাসিন্দা সপ্তম শ্রেণির […]

আপনার পছন্দের সংবাদ