
আর সি টিভি সংবাদ , ১০ মার্চ : পূর্বঘোষনা অনুযায়ী বকেয়া ডিএ সহ ৩ দফা দাবীতে শুক্রবার সারা রাজ্য জুরে ২৪ ঘন্টা ধর্মঘট পালন করল রাজ্য সরকারি কর্মচারীদের সম্মিলিত সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যেই ধর্মঘট ঘিরে আন্দোলনকারিদের সাথে সংঘাতে জড়িয়েছে নবান্ন। নবান্নের তরফে এদিন দফতরে না এলে একদিনের বেতন কাটার পাশাপাশি শোকজের নির্দেশিকা জারি করা হয়।
আরও পড়ুন- রাজনৈতিক বিবাদের জেরে চলল গুলি ও বোমা। বোমার আঘাতে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের
আরও পড়ুন-বাইপাস ঘিরে আশঙ্কায় গ্যারেজ ব্যবসায়ীরা
পরবর্তীতে আরও কড়া নির্দেশিকা জারি করা হয় বলে সূত্রের খবর, সরকারি কর্মীদের হাজিরা ৪ বার খতিয়ে দেখে রিপোর্ট পাঠানোর নির্দেশ জারি হয়। এনিয়ে দিনভর ছিল টান টান উত্তেজনা। বিভিন্ন জায়গার পাশাপাশি ধর্মঘটের মিশ্র ছবি দেখা যায় রায়গঞ্জেও। বিভিন্ন দফতরে যখন কর্মীদের উপস্থিতি কম তখন তার বিপরীত চিত্র লক্ষ্য করা যায় রায়গঞ্জ ব্লকের মধুপুর উপস্বাস্থ্য কেন্দ্রে। এই কেন্দ্রের চতুর্দিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ডাকা ধর্মঘট সফল করার পোষ্টার সাঁটা হলেও এদিন কর্মীদের হাজিরায় কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। সকাল থেকেই এই উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মীরা সমাম ভাবেই আসেন এবং পরিষেবা দেন সাধারন মানুষকে। আমরা কথা বলেছিলাম এই কেন্দ্রের কর্মীদের সাথে।
আরও পড়ুন-প্রতারণা চক্রের শিকার ক্যাফে মালিক
আরও পড়ুন-পাইপলাইন বিকল হয়ে পরায় ট্যাপ থেকে মিলছে না জল
তারা জানান, ডিএ তাদের নৈতিক অধিকার। এটা কোনো দয়া বা দান নয়। সেদিক থেকে তারা এই ধর্মঘটকে নৈতিক সমর্থন জানিয়েছেন। পাশাপাশি যেহেতু তারা স্বাস্থ্যের মত জরুরি পরিষেবায় যুক্ত সেকারনে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে পরিষেবা চালু রেখেছেন। কারন তারা কেন্দ্রে না এলে বিপাকে পরবেন মা ও শিশুরা। তাই সেটা কখনই কাম্য নয় বলে দাবী তাদের।
