নিউজ ডেস্ক,২৯ইজানুয়ারিঃউত্তর দিনাজপুর জেলাজুড়ে রবিবার দিনভর ধর্মঘট চলার পর অবশেষে বেরোলো সমাধান সূত্র। কাটল রায়গঞ্জের টোল সংক্রান্ত জটিলতা। যার জেরে ধর্মঘট প্রত্যাহার করে নিলেন বেসরকারি বাস-মিনিবাস ও ছোট যাত্রীবাহী গাড়ির মালিকরা। এই ইস্যু নিয়ে রবিবার সকাল থেকেই সরগরম ছিল রায়গঞ্জ ছিল সমগ্র জেলা। ধর্মঘটের জেরে চূড়ান্ত দূর্ভোগে পরেন সাধারন মানুষ। সারা জেলায় স্তব্ধ হয়ে যায় বেসরকারি যাত্রী পরিবহনের মত জরুরি পরিষেবা। যার জেরে এদিন দুপুরে রায়গঞ্জ থানা ভবনেই তড়িঘড়ি বৈঠক ডাকে পুলিশ প্রশাসন। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার রিপন বল, রায়গঞ্জ থানার আই সি সৌরভ সেন, রায়গঞ্জ পৌরসভার উপ প্রশাসক অরিন্দম সরকার সহ বেসরকারি পরিবহন ও টোল বিভাগের কর্মকর্তারা। এই বৈঠক থেকে মূলতঃ ২ টি দাবী উঠে আসে।
১) বেসরকারি বাস মালিকদের উপরে আক্রমনকারি সকলকে গ্রেফতার।
৩) বেসরকারি পরিবহন সংগঠনের সাথে আলোচনা করে লোকাল ও দূরপাল্লার গাড়ি গুলির ক্ষেত্রে বিবেচনা করে নির্দিষ্ট ট্যাক্স ধার্য করা।
দীর্ঘক্ষন আলোচনার পর অবশেষে বের হয় সমাধানসূত্র। এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন উত্তর দিনাজপুর বাস-মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কুশল বোস। তিনি বলেন, তাদের দাবী মত পুলিশ ১জন আক্রমনকারিকে গ্রেফতার করেছে। বাকীদেরও গ্রেফতারের আশ্বাস দিয়েছে। অন্যদিকে টোল আদায় সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, ১তারিখ থেকে টোল চালু করা হবে। তার আগে টোল ট্যাক্স নিয়ে আলোচনা করা হবে। বেসরকারি যাত্রী পরিবহনের গাড়িগুলির নির্দিষ্ট তালিকা তৈরী করে তা টোল কর্তৃপক্ষের কাছে পেশ করা হবে। এই সিদ্ধান্তে সম্মতির পরই সোমবার থেকে গাড়ি চালানোর কথা ঘোষনা করেন কুশল বাবু।অন্যদিকে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টোলপ্লাজার জেনারেল ম্যানেজার অভিমন্যু শর্মা বলেন, বেসরকারি পরিবহনের দাবী দাওয়া শোনার পর তার নিরিখে সমস্যার সমাধান হয়ে গিয়েছে। বৈঠক ঘিরে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।এ বিষয়ে রায়গঞ্জের উপ পৌরপ্রশাসক অরিন্দম সরকার বলেন, এই সমস্যা তেৈরী হয়েছিল কেন্দ্রীয় সরকারে হঠকারি টোল আদায়ের সিদ্ধান্তের জেরে।ক্রমাগত ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়েও এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন অরিন্দম বাবু। পাশাপাশি বর্তমানে রায়গঞ্জের এই টোল জটিলতা কেটে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অরিন্দম বাবুও।