নিউজ ডেস্ক , ১২ অক্টোবর : সম্প্রতি হাথরাসে তরুণী গণধর্ষণ এবং মৃত্যুর ঘটনায় খবরের শিরোনামে রয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার। তাই রাজ্যজুড়ে ইভটিজিং ও নারী নির্যাতনের ঘটনা কমাতে তৎপর হয়ে পড়েছে বিজেপি সরকার। ক্ষমতায় আসীন হওয়ার পর অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরী করেছিলেন ধর্ষণ আটকাতে কিন্তু লাভের লাভ কিছুই হয় নি ৷ তাই রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার, অনাচারে লাগাম টানতেই শেরনি স্কোয়াড বাহিনী গঠন করলেন যোগী সরকার।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই বিভাগের সদস্যরা রাজ্যের সমস্ত প্রান্তে ছড়িয়ে থাকবেন। বিভিন্ন জেলার জনবহুল জায়গাগুলি, মূলত বাজার, শপিংমল এবং ধর্মীয়স্থান গুলিতে শেরনি স্কোয়াডের সদস্যদের মোতায়েন করা হবে। মহিলাদের উপর কোনওরকম নির্যাতন হলেই সঙ্গে সঙ্গে তাঁরা ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে ওই স্কোয়াডে যাঁরা থাকবেন তাঁদের নিয়ে তিনদিনের একটি প্রশিক্ষণ শিবির করা হয়েছে। সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বিভিন্ন জনবহুল এলাকায় নজরদারি চালাবে এই বাহিনী।
এই বাহিনী গঠনে রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং অনেকটাই কমবে বলে আশাবাদী মধ্যপ্রদেশ প্রশাসন।