হরিশচন্দ্রপুর, ১৬ জুলাই : করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই অসচেতন মানুষ। মাস্ক ব্যবহারে অনীহার পাশাপাশি উধাও সামাজিক দূরত্ববিধি। সাধারণ মানুষের এমন অসচেতনতার ছবি পরিলক্ষিত হচ্ছে মালদা জেলার হরিশচন্দ্রপুরে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল পরিস্থিতি তৈরি হলেও প্রকোপ কমতেই নিয়মবিধি মেনে চলতে লাগামছাড়া মনোভাব দেখা যাচ্ছে এলাকার মানুষের মধ্যে।
এলাকার হাট বাজার,দোকান সব জায়গায় মানুষের উপচে পড়া ভিড় থাকা সত্বেও বেশিরভাগের মুখেই নেই মাস্ক।এমনকী হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত হতে দেখা যাচ্ছে। এই উদাসীনতার ফল আগামীতে মারাত্মক হতে পারে আশঙ্কা প্রকাশ ওয়াকিবহাল মহলের।মূলত করোনার প্রথম ধাক্কা সামলানোর পর মানুষের বেপরোয়া মনোভাব দেখা গেছিল। যার ভয়ানক প্রভাব পড়েছিল দ্বিতীয় ঢেউতে। আর আবার সেই একই ভুলের পুনরাবৃত্তি করছে সাধারণ মানুষ। ইতিমধ্যে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সরকার এবং স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে মানুষকে বারবার সচেতন থাকতে বলা হচ্ছে। সাবধান করছেন চিকিৎসকেরা।প্রশাসনের পক্ষ থেকেও মানুষের কাছে অনুরোধ করা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যবিধি টুকু মেনে চলার বিষয়ে।হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু বলেন, করোনার প্রকোপ একটু কমতে মানুষ অচেতন হয়ে গেছে। কিন্তু এমন করলে ভুল হবে। যার খেসারত আগামী দিনে দিতে হতে পারে মানুষকে। ফলে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আর্জি জানিয়েছেন তিনি। মানুষের ভালোর জন্য আগামীতে প্রশাসনও কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি।
আরও খবর পড়ুন : চিকিৎসার অভাবে শয্যাশায়ী ছেলে, সাহায্যের কাতর আর্জি অসহায় পিতার