নিউজ ডেস্ক : করোনা অতিমারীর জেরে থমকে গিয়েছে জীবনের স্বাভাবিক ছন্দ। এখনো দেশে করোনা সংক্রমনের হার উদ্বেগ জনক। লকডাউন পর্ব শেষে এখন চলছে আনলক পর্ব। বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে সরকার। এবারে করোনা ইফেক্ট পড়লো নির্বাচনী প্রক্রিয়াতে। এই বিধিনিষেধের কারনে ভোটের চেনা ছবিটা উধাও হয়ে যাবে। মিছিল,মিটিং, জনসভা সব ক্ষেত্রেই জারী হবে বিধিনিষেধ। শুক্রবার করোনা আবহে নির্বাচনী বিধি জারী করলো নির্বাচন কমিশন। দেখে নিন নতুন নির্বাচনী নিয়ম।
১. করোনা আক্রান্ত রোগী ও আশি বছরের বেশী বয়সীদের জন্য পোষ্টাল ব্যালটের ব্যবস্থা।
২. ভোটকেন্দ্রে ভোটার দের মাস্ক পড়া বাধ্যতামূলক। থাকবে থার্মাল স্ক্রীনিং এর ব্যবস্থা। ভোটকেন্দ্রে ছয় ফুটের দূরত্ব মানতে হবে।
৩. নির্বাচনী জনসভা বিধি মেনেই করতে হবে। সভাস্থলে ছয়ফুটের ম্যান মার্কিং করতে হবে।
৪. বাড়ি বাড়ি প্রচার করা যাবে। তবে প্রচার টীমে প্রার্থী সহ পাঁচজনের বেশী থাকতে পারবেন না।
৫. অনলাইনে মনোনয়ন ফর্ম ফিলাপ করতে পারবেন প্রার্থীরা।
৬. মিছিল করে মনোনয়ন জমা দিতে যাওয়া যাবে না। মনোনয়ন জমা দিতে দুটির বেশী গাড়ি রাখা যাবে না। মনোনয়ন জমা দেবার সময় প্রার্থীর সঙ্গে দুজন থাকতে পারবেন।
৭. ভোটপ্রচারে ভার্চুয়াল সভার উপর জোর দিতে বলা হয়েছে।
আরও পড়ুন …………পুলিশী তৎপরতায় ধৃত চার ডাকাত