নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ১০ নভেম্বর : ১৩ বছর আগে মদ বিরোধী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কোষাধ্যক্ষ হাজী আক্তার হোসেন। তার স্মৃতির স্মরণে প্রতিবছরের মতো এবছরও ১১ ই নভেম্বর দিনটিকে শহীদ দিবস ও মদ বিরোধী দিবস হিসেবে পালনের কর্মসূচি নিয়েছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।
সেই উপলক্ষে দলের মালদা জেলা কমিটির প্রধান কার্যালয় রতুয়ার মতিগঞ্জে এক সাংবাদিক সম্মেলন করলেন জেলার কর্মকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি শাহজাহান আলী, সহ সভাপতি তথা ফ্রেটার্নিটি মুভমেন্টের রাজ্য সভাপতি আরাফাত আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, মিডিয়া কো-অর্ডিনেটর জানিউল ইসলাম সহ অন্যান্যরা। ১১ই নভেম্বরকে কেন্দ্র করে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। দলের জেলা সভাপতি শাহজাহান আলী জানিয়েছেন, মদ বিরোধী আন্দোলনে সমাজের সকল স্তরের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়াও অনলাইন পোস্টার ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন তাদের কর্মীরা। এমনকি মদ বিরোধী আন্দোলনকে সামনে রেখে স্থানীয় বিডিওদের দাবিপত্র জমা দেবেন দলের স্থানীয় নেতৃত্ব। এমনকি পথসভা, মিছিল ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে শহীদ দিবস ও মদ বিরোধী দিবস পালন করা হবে।