নিউজ ডেস্ক , ১২ সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের হাথরস ঘটনায় এখনো আলোড়ন চলছে গোটা দেশে। এরইমধ্যে আরও নৃশংস ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে।এবারেও এক দলিত মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকী ধর্ষণের পর খালে ছুড়ে ফেলা হয় মহিলা ও তার শিশু সন্তানকে। নির্যাতিতা ওই মহিলা বেঁচে গেলেও, মৃত্যু হয়েছে শিশুটির। নৃশংস এই ঘটনাটি ঘটেছে বিহারের বক্সা জেলায়।
এলাকার বাসিন্দা ওই মহিলা শিশু সন্তানকে নিয়ে ব্যাঙ্কে যাচ্ছিলেন। সে সময় পথে কিছু দুষ্কৃতী তাকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের পর ওই মহিলা ও তার সঙ্গে থাকা পাঁচ বছর বয়সী শিশু সন্তানকে খালে ছুড়ে ফেলে দেয়।মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দুজনকে উদ্ধার করে।তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহিলাকে বাঁচানো গেলেও, শিশুটির মৃত্যু হয়।ঘটনায় বক্সারের পুলিশকর্তা জানিয়েছেন, মহিলার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এই ঘটনায় সাতজন অপরাধীর মধ্যে ২জনকে চিহ্নিত করা গিয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালানো হচ্ছে।উল্লেখ্য এখনো হাথরসে ঘটনায় তোলপাড় অব্যাহত দেশজুড়ে।দেশজুড়ে মহিলাদের ওপর নির্যাতনের গ্রাফ যে উর্দ্ধমুখী তার আভাসও মিলেছে সাম্প্রতিককালে প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যানেও।এমনকি নারী নির্যাতনে কেন্দ্র এনেছে নির্দেশিকাও। হাথরস কান্ডের রেশ না মিটতেই এতে নতুন করে ইন্ধন জোগালো বক্সারের ঘটনা।