নিউজ ডেস্ক, ২৬ জুলাই : পেগাসাস কান্ডে ইতিমধ্যে উত্তাল দেশের রাজনীতি। আড়িপাতা কান্ডে কেন্দ্রকে নিশানা করেছে তৃণমূল সহ সব বিরোধী রাজনৈতিক দল। দীর্ঘ এক সপ্তাহ ধরেই নানান তথ্য উঠে আসছে। দেশের একাধিক প্রভাবশালী নেতাদের ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে।
এবার এই পেগাসাস কাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লকুর এবং হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে এই কমিশন কাজ করবে। মোবাইল ফোনের অবৈধ হ্যাকিং বা ট্র্যাকিং বা রেকর্ডিং নিয়ে তদন্ত করবে এই কমিশন। এদিন দিল্লি যাওয়ার আগে কমিশন গঠনের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে ক্যাবিনেট।এমনিতেই পেগাসাস ‘হ্যাক’ নিয়ে গত সপ্তাহ থেকেই উত্তাল হয়েছে সংসদের বাদল অধিবেশন। তারইমধ্যে বিজেপি সরকারের উপর আরও চাপ বাড়াতে ‘প্রথম রাজ্য’ হিসেবে পেগাসাসকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১৯৫২ সালের তদন্ত আইনের তিন নম্বর ধারার আওতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনের অবৈধ হ্যাকিং বা ট্র্যাকিং বা রেকর্ডিং নিয়ে তদন্ত করবে কমিশন। যে সিদ্ধান্ত মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কেন্দ্র তদন্ত করবে বলে মনে করা হয়েছিল। কিন্তু সেই পদক্ষেপ না করা হওয়ায় পশ্চিমবঙ্গ সরকার কমিশন গঠন করেছে। এদিন মুখ্যমন্ত্রী আরোও বলেন, এদিন কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “সবাইকে নজরবন্দি করে রাখা হয়েছে। কেউ যদি না জাগে, তাঁকে জাগাতে হয়। আশা করব আমাদের পদক্ষেপ বাকিদেরও জাগিয়ে তুলবে।”
আরও খবর পড়ুন : ব্রিজ তৈরীর জন্যে রসিদ ছাপিয়ে এলাকায় চাঁদা আদায় শুরু করল গ্রামবাসীরা