নিউজ ডেস্ক , ১৩ অক্টোবর : সাত সকালে বোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়ালো গোটা এলাকায়৷ ঘটনাস্থল উত্তর কলকাতা বেলেঘাটা। উল্লেখ্য মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ বেলেঘাটায় অবস্থিত গান্ধী ভবন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত স্থানীয় এক ক্লাবের তিনতলার ঘরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতার জেরে ক্লাব ঘরের দেওয়াল ভেঙে যায় এবং প্রায় ৪০ ফুট দূরে ছিটকে পড়ে দেওয়ালের ইটের টুকরো।
পাশাপাশি উড়ে যায় অ্যাসবেস্টসের ছাদও। বিস্ফোরণের ফলে গোটা ক্লাব বিল্ডিং এ আগুন লাগলেও স্থানীয়দের তৎপরতায় পরবর্তীতে তা নিভিয়ে ফেলা হয়। ঘটনার জেরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলেঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী। তবে কিভাবে স্থানীয় ক্লাবঘরে বোমা বিস্ফোরণ হল তা নিয়ে ধোঁয়াশায় স্থানীয়রা। ওই ক্লাবঘরে কি বোমা বাঁধার কাজ চলছিল নাকি আগে থেকে বোমা মজুত ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ। যদিও ঘটনার জেরে ক্লাব কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায় নি।