নিউজ ডেস্ক , ০৪ ফেব্রুয়ারি : আইন ভেঙে জমায়েত করায় অনুগামীদের গ্রেফতার করার প্রতিবাদে বিমানবন্দরের গেটের সামনে চেয়ার নিয়ে ধর্নায় বসেন প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি। বুধবার বিকেলে এই ঘটনায় হুলুস্থূলুস কান্ড বেঁধে যায় লখনৌ বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাইকে জল খাওয়া দিলেও তিনি তা গ্রহণ করেননি।
জানা গেছে উত্তরপ্রদেশের প্রয়াগ্রাহে আয়োজিত যোগ সম্মেলনে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদির। এনিয়ে অনুগামীদের ভিড় জমে যায় বিমান বন্দরের সামনে। বিমান বন্দরে এমনিতেই ১৪৪ ধারা জারি থাকে সর্বদা। তারওপর মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে তাদের সামলাতে পুলিশকেও হিমশিম খেতে হয়। পরিস্থিতি সামাল দিতে বেশকয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন প্রহ্লাদ মোদি৷ বিমান বন্দরের গেটের সামনে চেয়ার নিয়ে বসে ধর্না কর্মসূচি শুরু করে দেন তিনি। যদিও ঘন্টা দেড়েক পরে সেখান থেকে উঠে যান প্রধানমন্ত্রীর ভাই। এবিষয়ে প্রহ্লাদ মোদি বলেন,’আমার প্রয়াগ্রাহ যাওয়ার কথা ছিল। সেই মতো বুধবার বিকেল ৪টা নাগাদ ইন্ডিগো বিমানে চেপে লখনউ আসি। কিন্তু বিমান বন্দরে আসতেই আমার কর্মি সমর্থকদের গ্রেফতার করা হয়।’ তাঁর অভিযোগ,’প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশেই একাজ করা হয়েছে। অবিলম্বে কর্মীদের মুক্তি দিতে হবে।’