প্রয়াত প্রাক্তন বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

প্রয়াত প্রাক্তন বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

নিউজ ডেস্ক :  চলে গেলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দিল্লীর আর্মি হসপিটাল রিসার্চ এন্ড রেফারেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার পৌনে ছটা নাগাদ টুইট করে এখবর জানান তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। প্রণব মুখোপাধ্যায় দীর্ঘ দিন ধরেই ডায়াবিটিসের রোগী।

গত  ৯ই আগস্ট দিল্লীতে নিজের বাড়ির বাথরুমে পড়ে গিয়ে চোট পান তিনি। ১০ তারিখ হাসপাতালে ভর্তির পর ধরা পড়ে, তিনি কোভিড-১৯ আক্রান্তও হয়েছেন। সেই অবস্থাতেই ওইদিন রাতে দীর্ঘ অস্ত্রোপচার হয়। তার পর থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল প্রণববাবুকে। কিন্তু অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি হয়নি।
অস্ত্রোপচারের আগে, নিজের করোনা সংক্রমিত হওয়ার খবর টুইট করে জানিয়েছিলেন তিনিই।

আরও পড়ুন : সেপ্টেম্বরের লকডাউনের নির্দেশিকায় হচ্ছে না কোনো বদল, জানাল রাজ্য সরকার

Next Post

স্মৃতিতে ঋতুপর্ণ ঘোষ

Mon Aug 31 , 2020
নিউজ ডেস্ক  :  ঋতুপর্ণ ঘোষ। জন্মদিনে স্মরণ করতেই অজস্র বিখ্যাত সিনেমার নাম ভেসে আসে। বাংলা সিনেমা জগতে এই বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কীভাবে তাঁর বিশেষ দিনটি উদযাপন করতেন! সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ, সুমন্ত মুখার্জি, অর্ঘ্যকমল মিত্র অভিক, দেবব্রত দত্ত সহ আরও কয়েকজন মিলে জন্মদিন নিজের বাড়িতেই পালন করতেন। সাথে পছন্দের লর্ডস […]

আপনার পছন্দের সংবাদ