নিউজ ডেস্ক , শাশ্বতী চক্রবর্তী : ১লা সেপ্টেম্বর থেকে দেশে শুরু হচ্ছে ‘আনলক ফোর’। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ‘আনলক ফোর’-এর নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। আনলক ফোর পর্বে কন্টেইনমেন্ট জোনের বাইরে লকডাউন জারি করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। কেন্দ্রের সাথে আলোচনা না করে কোনো রাজ্য আলাদা করে লকডাউন জারি করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার ফলে সেপ্টেম্বর মাসে রাজ্য সরকার দ্বারা ঘোষিত তিনটি লকডাউন আদৌ কার্যকর হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল সর্বত্র।
কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যে সেপ্টেম্বর মাসে তিনটি সম্পূর্ণ লকডাউন কার্যকরী হবে বলেই সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায় রাজ্য সরকার। ৭, ১১ ও ১২ তারিখ লকডাউন ঘোষণা করা হয়েছে। আর সেই সিদ্ধান্তেই অনড় থাকছে রাজ্য সরকার। তাই ৭ সেপ্টেম্বর লকডাউন থাকায় কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে।
West Bengal government extends lockdown till September 30. Metro rail service to resume in graded manner with effect from September 8. pic.twitter.com/twLRa3Lv5B
— ANI (@ANI) August 31, 2020
আরও পড়ুন : ১লা অক্টোবর থেকে শুরু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টারের পরীক্ষা