সেপ্টেম্বরের লকডাউনের নির্দেশিকায় হচ্ছে না কোনো বদল, জানাল রাজ্য সরকার

নিউজ ডেস্ক ,  শাশ্বতী চক্রবর্তী  :   ১লা সেপ্টেম্বর থেকে দেশে শুরু হচ্ছে ‘আনলক ফোর’। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ‘আনলক ফোর’-এর নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। আনলক ফোর পর্বে কন্টেইনমেন্ট জোনের বাইরে লকডাউন জারি করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। কেন্দ্রের সাথে আলোচনা না করে কোনো রাজ্য আলাদা করে লকডাউন জারি করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার ফলে সেপ্টেম্বর মাসে রাজ্য সরকার দ্বারা ঘোষিত তিনটি লকডাউন আদৌ কার্যকর হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল সর্বত্র।

কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যে সেপ্টেম্বর মাসে তিনটি সম্পূর্ণ লকডাউন কার্যকরী হবে বলেই সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায় রাজ্য সরকার। ৭, ১১ ও ১২ তারিখ লকডাউন ঘোষণা করা হয়েছে। আর সেই সিদ্ধান্তেই অনড় থাকছে রাজ্য সরকার। তাই ৭ সেপ্টেম্বর লকডাউন থাকায় কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে।

 

আরও পড়ুন :   ১লা অক্টোবর থেকে শুরু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টারের পরীক্ষা

Next Post

প্রয়াত প্রাক্তন বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

Mon Aug 31 , 2020
নিউজ ডেস্ক :  চলে গেলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দিল্লীর আর্মি হসপিটাল রিসার্চ এন্ড রেফারেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার পৌনে ছটা নাগাদ টুইট করে এখবর জানান তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। প্রণব মুখোপাধ্যায় দীর্ঘ দিন ধরেই ডায়াবিটিসের রোগী। গত  ৯ই আগস্ট দিল্লীতে […]

আপনার পছন্দের সংবাদ