নিউজ ডেস্ক , শাশ্বতী চক্রবর্তী : দেশে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা থেকে ছাড় পায় নি বড় বড় সরকারি আধিকারিক, আমলা থেকে শুরু করে নেতা মন্ত্রীরাও। ২রা আগষ্ট করোনা সংক্রমিত হয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
টুইট করে তিনি নিজেই একথা জানিয়েছিলেন। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্যে।
গত ১৪ই আগষ্ট তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। করোনামুক্ত হওয়ার পর তাঁর কিছু শারীরিক সমস্যা দেখা দিলে চিকিৎসার জন্যে ১৮ তারিখ ফের অমিত শাহ কে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করানো হয়। তবে বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং তাঁকে দ্রুত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল দিল্লি এইমসের পক্ষ থেকে। সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। পাশাপাশি সকলকে ওনামের শুভেচ্ছা জানিয়ে টুইটও করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Warm greetings on the auspicious occasion of Onam. May this festival bring joy, harmony, good health and prosperity in everyone’s lives.
Happy Onam! pic.twitter.com/8oOSoScZzE
— Amit Shah (@AmitShah) August 31, 2020
আরও পড়ুন : লকডাউনে রায়গঞ্জ শহরের সার্বিক চিত্র