ডিজিটাল ডেস্ক – ইঞ্জেকশনের সূঁচ ফোটাতে ভয় পান না এমন মানুষ সত্যিই হাতে গোনা। ছোটোদের ক্ষেত্রে তো এ একপ্রকার বিভীষিকা। সূঁচ শরীরে ফোটানো মাত্রই যন্ত্রনায় চীৎকার করে ওঠেন সকলে। তবে এবারে হয়তো সূঁচ ফোঁটানোর যন্ত্রনা থেকে মিলবে নিষ্ক। সৌজন্যে পশ্চিমবঙ্গের খড়গপুর আই আই টি কলেজের একদল বিজ্ঞানীর উদ্ভাবনী প্রয়াস।
সম্প্রতি খড়গপুর আইআইটির ইলেকট্রনিক ও ইলেট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক অধ্যাপক তরুণকান্তি ভট্টাচার্য বিশেষ নিডল ও মাইক্রো পাম্প তৈরী করেছেন। করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে এই বিশেষ নিডল ও মাইক্রো পাম্প বিশেষ উপযোগী হবে। প্রকল্পটিকে আর্থিক সহায়তা করেছে কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ।
প্রাণীদেহে এই মাইক্রো নিডলটির সফল প্রয়োগ হয়েছে, এখন মানব শরীরে ট্রায়াল সম্পন্ন হলেই বাজারে চলে আসবে এটি। এই মাইক্রো নিডল চুলের থেকেও সরু মাত্র ৫৫ মিলিমিটার। এই নিডল শরীরে ঢোকালে কোনো যন্ত্রনা অনুভুত হবে না শরীরে। সূত্রের খবর যারা নিয়মিত পেনিসিলিন নেন তাদের ক্ষেত্রেও কাজে আসবে এই মাইক্রো নিডল।