নিউজ ডেস্ক, ১ আগস্ট : এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও লাগামহীন করোনা ভাইরাস। দেশে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন এবং গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৫৪১ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১লা আগস্ট রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৬ লক্ষ ৫৫ হাজার ৮২৪। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৪ হাজার ৩৫১ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.৭৬ শতাংশ। যদিও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার একই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ২.৩৪ শতাংশ। দেশে মোট কোভিড সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ কোটি ১৬ লক্ষ ৫৫ হাজার ৮২৪ জন। বৃহস্পতিবার করোনায় আক্রান্তের সংখ্যাটা ছিল ৪১ হাজার ৬৪৯। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৯৫২ জন। বর্তমানে দেশে করোনার পজিটিভিটির হার বেড়ে ২.৩৪ শতাংশ হয়েছে। মৃত্যুর হার বর্তমানে ১.৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট ৩৯ হাজার ২৫৮ জন রোগী করোনা থেকে মুক্তি পেয়েছেন। দেশে করোনা থেকে সুস্থতার হার ৯৭.৩৭ শতাংশ।গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৭ লক্ষ ৮৯ হাজার ৪৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে আইসিএমআর। এর জেরে দেশে মোট ৪৬ কোটি ৮২ লক্ষ ১৬ হাজার ৫১০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। ২৪ ঘন্টায় ৬০ লক্ষ ১৫ হাজার ৮৫২ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর ফলে দেশে মোট ৪৭ কোটি ২ লক্ষ ৯৮ হাজার ৫৯৬টি ডোজ দেওয়া হয়েছে।এদিকে সংক্রমণের নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে কেরালা। শুধুমাত্র এই রাজ্যেই গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬২৪ জন অর্থাৎ দেশের দৈনিক করোনা সংক্রমণের ৪৯.৩০ শতাংশ।