নিউজ ডেস্ক, ২১ অক্টোবর : গত ১৯শে অক্টোবর ভারতীয় সীমান্তে আটক হওয়া চীনা জওয়ানকে চীনের হাতে তুলে দিল ভারতীয় সেনা৷ উল্লেখ্য সোমবার সকালে লাদাখের চুমার-ডেমচক এলাকা থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওই সেনাকে আটক করে ভারতীয় বাহিনী। ধৃত ওই চিনা সেনার নাম ওয়াং ইয়া লং।
তাকে দীর্ঘক্ষণ জেরা করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। জেরার মুখে ওই সৈনিক জানিয়েছেন, চিনের ষষ্ঠ মোটোরাইজড ডিভিশনের সৈনিক তিনি। তাঁর কাছে বেশকিছু সামরিক নথি পাওয়া গিয়েছে। খুব সম্ভবত অনিচ্ছাকৃত ভাবেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন তিনি, এমনটাই জানানো হয় ভারতীয় সেনার তরফে। তাঁকে আটক করার পর ভারতীয় সেনার তরফে তাঁকে অক্সিজেন, খাবার ও গরম পোশাক দেওয়া হয়। এমনকী তাঁর তাঁর চিকিৎসারও ব্যবস্থাও করা হয়। এরপরেই আবার চিনা বাহিনীর তরফে খোজ খবর নেওয়া শুরু হয়। পিএলএ-র তরফে ওই সেনাকে কোথায় রাখা হয়েছে তা জানতে চাওয়া হয়। ভারতীয় সেনা তরফে জানানো হয়, প্রোটোকল অনুযায়ীই, সব নিয়ম মেনেই চুশুল-মলডো পয়েন্টে চিনা আধিকারিকদের হাতে তাঁকে ফেরানো হবে। এরপরই মঙ্গলবার রাতে তাঁকে চিনের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।