নিউজ ডেস্ক , ২০ অক্টোবর : উৎসবের মরশুমে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দুপুর প্রধানমন্ত্রী টুইট করে সন্ধে সাড়ে ছ’টায় জাতির উদ্দেশ্য ভাষণ দেবার কথা ঘোষণা করেন। তবে কি বিষয়ের উপরে তাঁর এই ভাষণ হবে তা অবশ্য উল্লেখ করেননি প্রধানমন্ত্রী। তবে অনেকে
মনে করছেন, করোনা পরিস্থিতিতে সচেতনতা অবলম্বন করে উৎসব পালন নিয়েই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। প্রসঙ্গত দেশে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উৎসবের মরশুমে যাতে আক্রান্তের সংখ্যা আরোও বৃদ্ধি না পায়, সেজন্য হয়তো কোনও বার্তা দেবেন প্রধানমন্ত্রী। কেরালায় ওনাম উৎসবের পর সংক্রমণ যেভাবে লাগামছাড়া বৃদ্ধি পেয়েছে, তাতে চিন্তার ভাজ সমস্ত মহলে।