নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৭ মার্চ : মালদা জেলা সংশোধনাগার থেকে রহস্যজনকভাবে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বিচারাধীন এক বন্দির দেহ।বুধবার সকালে এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জেলা সংশোধনাগারে।
পুলিশ ও জেলা সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুকুমার মন্ডল।তার বাড়ি বামনগোলা থানার চাঁদপুর এলাকায়। উল্লেখ্য মঙ্গলবার পকসো মামলায় তাকে গ্রেপ্তার করে বামনগোলা থানার পুলিশ। মঙ্গলবারই অভিযুক্ত সুকুমার মন্ডলকে মালদা জেলা আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক জেলে যাওয়ার ২৪ঘন্টার মধ্যেই সংশোধনাগারের একটি ঘরের জানালা থেকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান অন্যান্য বন্দীরা। যদিও মৃতের পায়ে রক্ত লেগে থাকায় মৃত্যুর কারণ নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা। খবর পেয়ে জেলা সংশোধনাগারে ঘটনার তদন্তে আসেন মালদা কালেক্টরেটের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস। তাঁর উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।ডেপুটি ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস জানিয়েছেন, সংশোধনাগারের একটি ওয়ার্ডের জানালার মধ্যেই গলায় গামছা জড়িয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল সুকুমার মণ্ডলের দেহ। সেটি উদ্ধারের পরই মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। যদিও ওই বিচারাধীন বন্দীর পায়ে রক্ত লেগে ছিল । তবে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে না।যদিও গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানিয়েছে মৃতের পরিবারের সদস্যরা।