নিউজ ডেস্ক, ২৫ জুলাই : সন্ত্রাসবাদীদের মদত দিয়ে দীর্ঘকাল ধরে কাশ্মীরে ছায়া যুদ্ধ চালিয়ে আসছে পাকিস্তান। প্রতিনিয়ত কাশীরে অনুপ্রবেশ, জেহাদি কার্যকলাপ চালিয়ে আসছে তারা। এবারে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দিতে লাগাতার অভিযান শুরু করেছে সেনা বাহিনী।
ফলে গত ২৪ ঘণ্টায় ৪ জেহাদিকে খতম করল ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশ। পুলিশ সূত্রে খবর শনিবার সন্ধেয় কাশ্মীরের বান্দিপোরা (Bandipora) এলাকায় শুরু হয় গুলির লড়াই (Encounter)। ওই এলাকায় সন্ত্রাসবাদীদের (Terrorist) গা-ঢাকা দিয়ে থাকার খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু করেছিল সেনা-পুলিশের যৌথবাহিনী। সেনার উপস্থিতি টের পেতেই গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। জবাব দেয় বাহিনীও। প্রথমে ২ জন অজ্ঞাত পরিচয় জেহাদির দেহ উদ্ধার হয়। পরে তল্লাশি চালানোর সময় আরও এক জঙ্গির দেহ মেলে। অনেক রাত পর্যন্ত এলাকা থেকে গুলির শব্দ মিলেছে বলে স্থানীয় সূত্রে খবর। অসমর্থিত সূত্রের খবর, জঙ্গিদের ছোড়া গুলিতে জখম হয়েছেন ৩ জওয়ান। অন্যদিকে রবিবার সকালে কুলগামের মুন্নাদ এলাকায় জেহাদিদের আত্মগোপন করে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী৷ মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঘিরে ফেলে তারা। বেশ কয়েক ঘণ্টা গুলির লড়াইয়ের পর এক জেহাদির মৃত্যুর খবর মিলেছে। এলাকা ঘিরে রেখে চলছে তল্লাশি অভিযান। মৃত জঙ্গির নাম, পরিচয় এখনও জানা যায়নি। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় বড় সাফল্য পেল কাশ্মীরের যৌথবাহিনী।