নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ৩০ নভেম্বর : মানিকচক ব্লকের সেখপুরা পি.পি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মানিকচক একচক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মহঃ খুরশেদ আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার। এদিন স্থানীয় রামলাল স্মৃতি ডি.এড কলেজে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল জানিয়েছেন, খুরশেদ আলম মহাশয় একজন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবক। তার বিদায় সংবর্ধনা উপলক্ষে আজ সকলেরই মন ভারাক্রান্ত। এই বিদায় সম্বর্ধনা তার কর্মজীবনের সমাপ্তি হলেও শিক্ষক হিসেবে তাঁর দায়িত্ব ও কর্তব্যের সমাপ্তি কখনোই হবে না। পাশাপাশি শিক্ষক হিসেবে যে ছাপ তিনি ছাত্রছাত্রীদের মাঝে রেখেছেন তাও চির অক্ষয়। পাশাপাশি তিনি জানিয়েছেন শিক্ষকরাই ছাত্র গড়ার কারিগর। তারাই দেশকে এবং জাতিকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যান। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে জানিয়েছেন, সরকারি নির্দেশিকা অনুসারে মিড ডে মিল ছাত্র ছাত্রীদের মধ্যে প্রদান করার এবং করোনাকালে অন্যান্য পালনীয় কর্তব্যগুলি সঠিকভাবে পালন করার। তিনি জানান শিক্ষকদের সবরকম বিপদে আপদে এবং অসুবিধায় তিনি ছিলেন বর্তমানেও আছেন ও ভবিষ্যতেও থাকবেন। এদিনের কর্মসূচিতে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।