নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ৩০ নভেম্বর : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবাকেন্দ্র খোলার দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল গ্রামবাসীরা।সোমবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের অন্তর্গত মালিওর ২ গ্রাম-পঞ্চায়েতের জালালপুর গ্রামে।
জানা গিয়েছে, দুবছর আগে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবাকেন্দ্র খোলার কথা ছিল জালালপুর গ্রামে।সেই অনুযায়ী লোকেশন কোড থেকে শুরু করে সমস্ত কিছু কাগজপত্রও বেরিয়ে যায়।কিন্তু দুই বছর হয়ে গেলেও খোলেনি সেই কেন্দ্র। বরঞ্চ ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবাকেন্দ্রটির অধিকর্তা
অসীম সিংহ জালালপুরের পরিবর্তে বারদুয়ারিতে খুলেছেন বলে অভিযোগ স্থানীয়দের। জালালপুর থেকে বারোদুয়ারীর দূরত্ব প্রায় ১৩ কিমি।ফলে প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে।এই নিয়ে বহুবার সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে অভিযোগ জানানো হলেও কোন সুরাহা হয়নি। প্রতিবাদে এদিন হরিশ্চন্দ্রপুর-ফতেপুরগামী সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় এলাকাবাসীরা। এই সমস্যা সমাধান না হলে ভোট বয়কটের ডাক দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসীরা।
প্রায় তিন ঘন্টা ধরে চলে এই অবরোধ।পরে স্থানীয় পঞ্চায়েত সদস্যের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তারা।স্থানীয় পঞ্চায়েত সদস্য উজির হসেন জানিয়েছেন, গ্রামবাসীদের দাবি যথাযথ।এবিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন উজির হুসেন।