নিউজ ডেস্ক, ২৭ মার্চ : রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হলো শনিবার সকাল থেকে। ভোট গ্রহণের আগে থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তি খবর আসতে শুরু করে এদিন।
মূলত পাঁচটি জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলে। এরই মধ্যে দক্ষিণ কাঁথি মাজনার দুটি বুথে ইভিএমে কারচুপির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভোটাররা বুথের বাইরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধের শামিল হন। তাদের অভিযোগ ইভিএমে বোতাম টিপলেই ভোট পড়ে যাচ্ছে বিজেপিতে। এই ঘটনায় ইভিএমে কারচুপি অভিযোগ এনেছেন তারা। অন্যদিকে বুথে কর্তব্যরত প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, ভোটার ভিটিপ্যাট দেখেছেন। সুতরাং এরকম কোন কারচুপি সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। তারা এদিকে ইভিএমে কারচুপি নিয়ে সরব হয়েছে তৃণমূল। অবিলম্বে ঘটনার যথাযথ তদন্তর দাবি তুলেছে তৃণমূল নেতৃত্ব। ঘটনার জেরে বেশ কিছুক্ষন বন্ধ ছিল ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিনের পথ অবরোধের জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে