চায়ের দোকানে মদ-গাঁজা বিক্রি, আটক অভিযুক্ত মহিলা

নিউজ ডেস্ক, ইসলামপুর, ০৯ অক্টোবর :  চায়ের দোকানের আড়ালে অবৈধভাবে মদ ও গাঁজা বিক্রিকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরের ইসলামপুরের সুপার মার্কেট এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুপার মার্কেট সংলগ্ন একটি স্থায়ী দোকানে মা ও মেয়ে তাদের চা এবং পান বিক্রির আড়ালে রমরমিয়ে মদ,গাঁজা বিক্রির করছেন দীর্ঘদিন ধরে। এনিয়ে একাধিকবার এই অবৈধ কারবার বন্ধ করতে বললেও তারা কোনো কর্ণপাতই করেনি। এদিন রাতে এক যুবক সেই চায়ের দোকান থেকে মদ্যপান করে রওনা দিতেই তার চলন্ত মোটর বাইক নিয়ে মার্কেটের সামনে উল্টে পড়ে। ঘটনায় ওই দোকানে চড়াও হন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। দোকানের ফ্রিজ থেকে প্রচুর পরিমাণে মদ উদ্ধার করেন তারা। এই ঘটনায় মূল অভিযুক্ত মহিলাটিকে আটক করা হলেও, তার মেয়ে পালিয়ে যায়। পরে ইসলামপুর থানার পুলিশ এসে সমস্ত মদ ও গাঁজা উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

Next Post

করোনা অতিমারির জেরে আর্থিক সংকটে সাউন্ড বক্স এবং আলোক সরবরাহকারী ব্যবসায়ীরা

Fri Oct 9 , 2020
নিউজ ডেস্ক , ইসলামপুর , ০৯ অক্টোবর : পুজোর আর হাতেগোনা মাত্র কয়েকদিন বাকি। অন্যান্য বছর রথযাত্রার পরের দিন খুঁটি পুজোর মাধ্যমে শুরূ হয়ে যায় বাঙালির দুর্গাপূজার প্রস্তুতি। ব্যস্ততা চরমে ওঠে পুজো উদ্যোক্তাদের। কিন্তু করোনার থাবায় এবছর পরিস্থিতি একেবারে আলাদা। মহালয়ার পরবর্তী সময়েও ব্যস্ততা নেই পুজো উদ্দ্যোক্তাদের। এবছর করোনা সংক্রমণ […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম