কয়লা ব্লক বন্টনে দুর্নীতি, তিন বছরের জেল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর !

কয়লা ব্লক বন্টনে দুর্নীতি, তিন বছরের জেল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর !

নিউজ ডেস্ক , ২৬ অক্টোবর :  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায় কয়লা কেলেঙ্কারির মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন। ১৯৯৯ সালে ঝাড়খণ্ড কয়লা ব্লকের বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের সাথে জড়িত মামলায় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তদন্তকারী ও দোষীদের পক্ষ থেকে দীর্ঘ শুনানির পরে দিল্লির আদালত এই মাসের শুরুর দিকে দোষীদের শারীরিকভাবে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। অটল বিহারী বাজপেয়ী সরকারে এই প্রাক্তন প্রতিমন্ত্রী (কয়লা) ছাড়াও সিবিআই অন্য দোষীদের জন্য যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছিল – তৎকালীন কয়লা মন্ত্রকের দুজন সিনিয়র কর্মকর্তা, প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় এবং নিত্যানন্দ গৌতম, এবং কাস্ট্রন টেকনোলজিস লিমিটেডের (সিটিএল) পরিচালক মহেন্দ্র কুমার আগরওয়ালাও ছিল। দিলীপ রায়কে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ (আইপিসি) সহ বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করা হয়।

Next Post

বাড়ছে সংক্রমণ, রাজ্যে নতুন করে আক্রান্ত চার হাজারের অধিক, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের

Tue Oct 27 , 2020
নিউজ ডেস্ক, ২৭ অক্টোবর :   উৎসবের দিনগুলিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা ছিলই। সেকারণ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে উৎসবে মেতে ওঠার আহ্বান জানিয়ে ছিল রাজ্য সরকার৷ কিন্তু কে শোনে কার কথা! বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসব বলে কথা৷ তাই কেউ মাস্ক পড়ে আবার কেউ পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না নিয়েই দুর্গা […]

আপনার পছন্দের সংবাদ