নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২১ অক্টোবর : পণের দাবিতে গৃহবধূকে এক বছরের মধ্যেই অ্যাসিড জোর করে খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানা কাশিমপুর গ্রামের হাসপাতাল পাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই গৃহবধূর নাম ওয়েসেফা নাজমিন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
বাপের বাড়ি থেকে দাবি মতো দু-লাখ টাকা এনে না দেওয়ায় স্ত্রীকে অ্যাসিড খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার কাশিমপুর গ্রামের হাসপাতাল পাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম ওয়েসেফা নাজমিন। প্রায় এক বছর আগে রায়গঞ্জ থানার বামন গ্রামের বাসিন্দা ওয়েসেফা নাজমিনের সঙ্গে বিয়ে হয়েছিল কাশিমপুরের সাদ্দাম হোসেনের। বিয়ের পর থেকেই টাকা-পয়সার জন্য ওই গৃহবধূর ওপর মারধোর ও অত্যাচার চলত বলে অভিযোগ। ইতিমধ্যেই মেয়ের সুখের কারণে বাপের বাড়ি থেকে দু লক্ষ টাকা দেওয়া হয় শ্বশুরবাড়ির লোকেদের। তারপরেও অত্যাচারের মাত্রা কমেনি। অন্তঃসত্ত্বা ওই গৃহবধূকে অ্যাসিড খাইয়ে স্বামী, দেওয়র, শ্বশুর, শাশুড়ি খুন করে বলে অভিযোগ। এই ঘটনায় হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কাউকে কাউকে গ্রেফতার করা যায় নি। সকলেই বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে। এদিন মর্গের সামনে দাঁড়িয়ে প্রশাসনের কাছে হাতজোড় করে স্বামী সহ অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি তোলেন মৃত গৃহবধূর বাড়ির লোকজন।