নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ২১ অক্টোবর : সমাজ আধুনিক হয়েছে। আধুনিক সমাজে পুরুষকে সমানভাবে সব দিকে থেকে টেক্কা দিচ্ছে মহিলারা। গোটা বিশ্বে এই একই চিত্র। অথচ আমাদের দেশে এখনও সমাজের সেই রীতি রেওয়াজের গণ্ডি থেকে বের হতে পারেনি নারীরা।
প্রতিনিয়ত নারীদের ওপর তো অত্যাচার চলছেই। তারওপর জন্মের পর থেকে বেড়ে ওঠার পর উপযুক্ত হলেই কোনোভাবে বুঝিয়ে-সুঝিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয় মেয়েদের। অর্থাৎ একজন পুরুষ যেভাবে জন্মের পর নিজেকে তৈরি করে ধীরে ধীরে, উল্টো দিকে গ্রামগঞ্জে সেই সুযোগ অনেক ক্ষেত্রে মেলে না। শিশু অবস্থা থেকে কৈশোর এরপর উপযুক্ত হলেই বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়ার রীতি আজও চলে আসছে এদেশে। এই রীতি থেকে বের হওয়ার বার্তা দিতেই নারীদের স্বাধীনতা, মর্যাদা দিতে নজরকাড়া থিম নিয়ে হাজির উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নরিসহাট হরিহরপুর সর্বজনীন পুজো কমিটি। এবারে তাদের থিম ‘ফন্দি করে বন্দি করো’। বিগত বছরগুলিতে আকর্ষণীয় পুজোর আয়োজন করে এলেও এবারে করোনা আবহের জেরে পুজোয় অনেকটাই কাটছাঁট করেছে ক্লাব সদস্যরা। করোনা অতিমারিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি বজায় রেখে পুজোর আয়োজন করা হয়েছে। পুজোয় থাকছে না কোনও বড় আড়ম্বর। ছোট করে হলেও আকর্ষনীয় পুজোর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।