নিউজ ডেস্ক, ২১ অক্টোবর : প্রবল বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত তেলেঙ্গানা। জলে ভাসছে গোটা রাজ্য। মৃত্যু হয়েছে বহু মানুষের নিখোঁজ অনেকে। এই পরিস্থিতিতে তেলেঙ্গানার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এব্যাপারে চিঠি লিখে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে দু’কোটি টাকা আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন তিনি। বিপদের দিনে তাঁর বন্ধুত্বের এই বার্তা পেয়ে খুশি হয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। গভীর নিম্নচাপের বৃষ্টিতে তেলেঙ্গানার বেহাল অবস্থা। প্রচুর মানুষ এই প্রবল বৃষ্টিপাতের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মারা গিয়েছেন অনেকে। এমনকি নিখোঁজ হয়েছেন বহু মানুষ। কার্যত ধ্বংসের চেহারা নিয়েছে গোটা রাজ্য। কিভাবে এই বিপুল ক্ষয়ক্ষতি সামাল দেওয়া যাবে, তা নিয়ে দফায় দফায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এই পরিস্থিতিতে বিপদের দিনে তেলেঙ্গানার দিকে সাহায্যের হাত বাড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে চিঠি লিখে ত্রাণ তহবিলে দুই কোটি টাকা আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা পেয়ে খুশি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মুখ্যমন্ত্রীকে এব্যাপারে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য করোনা আবহের মধ্যে এমনিতে পশ্চিমবঙ্গের অবস্থা শোচনীয়। আর্থিক সংকটের মাঝেও নানারকম প্রকল্প চালু করার পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া আম্ফান ঘূর্ণিঝড়ের দাপটে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কলকাতা, ২৪ পরগনা সহ বিস্তীর্ণ এলাকা। এই ক্ষয়ক্ষতির মাঝেও তেলেঙ্গানার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া স্বাভাবিকভাবেই দৃষ্টান্ত স্থাপন করল অন্যান্যদের কাছে৷