নিউজ ডেস্ক, ২১ অক্টোবর : নির্বাচন উপলক্ষ্যে আঁটোসাটো নিরাপত্তা থাকলেও সেটি উপেক্ষা করেই নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা। ঘটনাস্থল বিহার। বিহারের কিষানগঞ্জে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, বিহারের কিষানগঞ্জের বাসিন্দা ওই যুবতী মাঠে ঘাস কাটছিল, সেই সময় তিন যুবক তাকে ছুরি দেখিয়ে গাড়িতে তুলে এলাকার এক নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই নির্যাতিতার পরিবারের তরফে কিষানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। নির্যাতিতার বয়ান অনুযায়ী পুলিশ ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। বর্তমানে ওই যুবতী কিষানগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী জানিয়েছে নির্যাতিতার পরিবার।