পুরোনো সম্পর্ক এখন অতীত! আবার নতুন করে প্রেমে পড়লেন জিতু কামাল? জানুন বিস্তারিত….

পুরোনো সম্পর্কে ইতি

    গত বছরেই সম্পর্ক ভেঙেছে টলিউডের জনপ্রিয় তারকা জুটি জিতু কামাল ( actor jeetu kamal ) ও নবনিতা পালের ( actress nabanita paul )। ২০১৯ সালের ৬ই মে গাঁট ছড়া বেঁধেছিলেন নবনীতা-জিতু। মাঝে মধ্যেই নিজেদের আদুরে মুহূর্ত গুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার ( social media post ) করতেন। ওই যে কথায় বলে না ‘ভালোবাসার কোনো স্থান, কাল, পাত্র হয় না। ঠিক তেমনই উচ্চতায় জিতুর থেকে অনেকটা ছোট হলেও তারা দুজনেই কিন্তু মানিয়ে নিয়েছে। এনিয়েও কিন্তু সমালোচনার ঝড় উঠেছে টলিপাড়ায় ( tollywood industry ) । কিন্তু এসবের মধ্যেও যেন চুটিয়ে সংসার করছিলেন তারা। গত ৪ বছরে অনেক ওঠাপড়া এসেছে তাদের জীবনে। একে ওপরের পাশে দাঁড়িয়েছিলেন তারা।যে কোনো রিয়ালিটি শোতে ( reality show ) একসাথেই দেখা যেত নবনীতা – জিতুকে। বেশ হাসিখুশি থাকতেন তারা। কখনও নিজেদের বিচ্ছেদের খবর কেউই প্রকাশ্যে আনেন নি। তাদের সম্পর্কের বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই হঠাৎ একদিন নবনীতা একটি ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিলেন। ক্যাপশনে লিখলেন ” টেবিলে আর দুটো করে প্লেট থাকবে না। একজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবে না। তোয়ালে শেয়ার হবেনা, সানস্ক্রিন ভাগাভাগি হবেনা। কিছুই আর একসঙ্গে হবেনা। তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম সবটাই শিখিয়ে দিয়েছো। লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো। তাও নিজে একটু চেষ্টা করলাম। এই ছবি দেখেই টলিপাড়ায় সমালোচনা শুরু। তবে তাদের বিচ্ছেদ নিয়ে নবনীতা মুখ খুললেও, জিতু কোনোদিন কিছু শেয়ার করেননি।

    আবার কি প্রেমে পড়লেন অভিনেতা?

      সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা জিতু কামাল ( actor jeetu kamal )। ক্যাপশনে লিখেছেন ‘হ্যাঁ, দীর্ঘ ছয় বছর পর, আমি আবার প্রেমে পড়েছি’। এই কথা প্রকাশ্যে আসতেই আবারো সমালোচনার ঝড় টলিপাড়ায়। অনেকেই বলছেন , নতুন বছরের শুরুতেই প্রেমে পড়লেন অভিনেতা? আবার কি প্রেম করছেন জিতু? ফের কি প্রেমের বসন্ত জাগলো অভিনেতার জীবনে? কে সেই প্রেমিকা? কবে থেকে প্রেম করছেন? তাহলে কি এতদিন লুকিয়ে সময় কোনো সম্পর্ক রেখে চলেছেন জিতু? এই কারণেই কি নবনীতার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর? কারণ কি? কেউই কিছুই বুঝতে পারছেন না। কিন্তু আবার অন্যদিকে অনুরাগীরা অভিনন্দন জানাচ্ছেন অভিনেতাকে। ছবিতে প্রকাশ সাদা চাদরে মোড়া এক শীতের দুপুরে, রোদের ঝলমল আলোতে তাঁর বর্তমান প্রেমিকার হাত ধরে ছবি তুলেছেন এবং তাঁর সঙ্গে এক ভিডিও প্রকাশ্যে এনেছেন। গাড়িতে বসে বাইরের যে দৃশ্য সেই সুন্দর প্রকৃতির ছবি। কিন্তু একবারের জন্যও তাঁর প্রেমিকার মুখ প্রকাশ্যে আনেন নি বা নামও জানান নি।

      নতুন ছবি নিয়ে কি বললেন অভিনেতা?

        ২০২৫-এর ভালোবাসার দিনে অর্থাৎ ভ্যালেনটাইন দিনে মুক্তি পেতে চলেছে জিতু কামালের নতুন ছবি বাবুসোনা (new film babusona ) । এই প্রথমবার টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ( actress srabanti chatterjee ) সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। এই কথা অবশ্য নিজেই জানিয়েছেন জিতু কামাল। ছবির শুটিং হয়েছে লন্ডনে ( london )। ছবিতে বাবুর চরিত্রে দেখা যাবে জিতু কামালকে। তার পেশা হল সুপারি নিয়ে অপহরণ করা । যদিও সমাজের চোখে সে আইটি কোম্পানির মালিক । আর সোনার চরিত্রে থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ( actress srabanti chatterjee  । তিনি পেশায় চোর । সে আবার নিজেকে পুলিশ বলে পরিচয় দেয়। শুধু কি তাই? এভাবেই প্রেমে পড়বেন একে ওপরের। ইতিমধ্যেই ছবির কিছু ঝলক ও গান প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা শ্রাবন্তীর সঙ্গে কিছু ছবিও শেয়ার করে নিয়েছেন। তবে ছবির পরিচালক জানিয়েছিলেন যে অ্যাকশন কমেডি ও প্রেম নিয়ে। ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও জিতু কামাল ছাড়াও থাকছেন পায়েল সরকার, অ্যালেকজান্দ্রা টেলর, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য। এই প্রথমবার একসঙ্গে প্রেমের ছবিতে দেখা যাবে জিতু ও শ্রাবন্তীকে। তাই কিছু একটা যে ধামাকাদার হতে চলছে সেই আন্দাজ কিন্তু করাই যায়। তবে ছবিতে শ্রাবন্তী ও জিতুর রসায়ন কতটা জমবে। দর্শকরা কি পছন্দ করবেন এই নতুন জুটি? সেটাই দেখার।

        Next Post

        দ্বিতীয়বার বিয়ে সারলেন রাফতার! কার সাথে বাঁধলেন গাঁটছড়া? জানুন বিস্তারিত....

        Fri Jan 31 , 2025
        Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email রাফতরের আসল নাম কি জানেন? দ্বিতীয়বার ছাদনাতলায় গায়ক রাফতার ( singer, rapper raftaar ) । বলিউড তথা মিউজিক জগতে অন্যতম পরিচিত নাম রাফতার ( raftaar )। বিশেষত তিনি RAP গান করে সকলের মন জয় করেছেন। বাদশা ( […]

        আপনার পছন্দের সংবাদ

        RCTV Sangbad

        24/7 TV Channel

        RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

        error: Content is protected !!