নিউজ ডেস্ক, ৭ জুলাই : ফের উর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন। পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ৯৩০ জনের।একদিনে সুস্থ হয়েছেন ৪৭ হাজার ২৪০ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ৫৩৪ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ৯২০। দেশে মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৪ হাজার ২১১।ভ্যাকসিন পেয়েছেন ৩৬ কোটি ১৩ লক্ষ ২৩ হাজার ৫৪৮ জন।
আরও খবর পড়ুন : প্রয়াত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারক্স শোকের আবহ বলিউডে