সম্পত্তি নিয়ে বাবাকে মারধোরের অভিযোগ ছেলের বিরুদ্ধে

চাঁচল , ২ জুলাই : সম্পত্তি নিয়ে বৃদ্ধ বাবাকে মারধোরের অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে চাঁচল থানার অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের নৈশতলা এলাকায়। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে নিগৃহীত ওই বৃদ্ধ।

জানা গিয়েছে, এলাকার বাসিন্দা নজরুল আলি তার বিষয় আশয় দুই ছেলের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেন। কিন্তু বৃদ্ধের ছোট ছেলে আজিজুল হক আরো সম্পত্তির দাবী জানাতে থাকে। কিছুদিন আগে থেকে রাস্তার জন্য জায়গা দেওয়ার দাবীতে বৃদ্ধের ওপরে অত্যাচার করতে থাকে আজিজুল। প্রয়োজনে বৃদ্ধের বসতবাড়ি ভেঙ্গে রাস্তার জন্য জায়গা প্রদানের দাবী জানান ছেলে আজিজুল। তার দাবীতে সায় না দেওয়ায় শুক্রবার গ্রামের রাস্তায় নিয়ে গিয়ে ওই বৃদ্ধকে ব্যাপক মারধর করে ছেলে আজিজুল।ঘটনায় আক্রান্ত বৃদ্ধকে তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এই মর্মে বৃদ্ধ নজরুল হক তার ছোট ছেলে আজিজুল হকের বিরুদ্ধে চাচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এমনকী তার স্ত্রী বেঁচে থাকাকালীন তাকেও আজিজুল মারধোর করতো বলে অভিযোগ এনেছেন ওই বৃদ্ধ।
আক্রান্ত বৃদ্ধ নজরুল হক জানান, শেষ বয়সে এসে ছোট ছেলের হাতে মার খেতে যাচ্ছে। সম্প্রতি রাস্তার জন্য আমার বাড়িঘর ভেঙ্গে ছোট ছেলেকে রাস্তা করে দিতে হবে এই দাবি না মানায় সে গ্রামের রাস্তায় নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে। বৃদ্ধের আরও অভিযোগ, তার স্ত্রী যখন বেঁচে ছিলেন সেই সময়েও ছোট ছেলে আজিজুল তার মাকেও মারধোর করতো। হাসপাতালে চিকিৎসা করিয়ে ছোট ছেলের অত্যাচারের হাত থেকে রেহাই পেতে পুলিশের দ্বারস্থ হয়েছ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবর পড়ুন : জীবিতকে মৃত দেখিয়ে রেশন না দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে

Next Post

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক। আহত এক। শোকের আবহ পরিবারে

Sat Jul 3 , 2021
গাজোল, ৩ জুলাই : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত এক। শুক্রবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে গাজোলের বিশ মাইল এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম সমীর সরকার, বয়স ৩৪। সে গাজোল ব্লকের হরিদাস এলাকার বাসিন্দা। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। জানা যায়, শুক্রবার রাতে ওই ব্যক্তি ও […]

আপনার পছন্দের সংবাদ