চোর ভেবে মানসিক ভারসাম্যহীন শিশুকে শারীরিক নির্যাতন

আর সি টিভি সংবাদ ,৪ মার্চ :পশুর উপরে নির্মম নির্যাতনের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আবারও এক পাশবিক দৃশ্য উঠে এল রায়গঞ্জ শহর থেকেই। তবে এবারে পশু নয়। মানসিক ভারসাম্যহীন এক শিশুকে চোর সন্দেহে গণধোলাই দিল এলাকার মানুষজন।

 

আরও পড়ুন –“হোস্টেলে সাপ আছে”- ঘর না দিয়ে দৃষ্টিহীন ছাত্রীকে ভীতি প্রদর্শন

 

অত্যন্ত অমানবিক বললেও হয়ত কম বলা হবে। কোথায় পৌঁছে গিয়ে সমাজ? একটা শিশুর উপরে এমন অত্যাচার! শনিবার এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। জানা যায় ঘটনাস্থল রায়গঞ্জ শহরের ২৭ নং ওয়ার্ডের দেবীনগরের কান্ত নগর এলাকা। কুলিক নদীর বাঁধ সংলগ্ন ঐ এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। সেখানে এক নাবালককে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে চোর ভাবেন এলাকার মানুষজন। এরপর তাড়া করতে করতে ধরে ফেলে। কোনো কিছু না শুনেই শুরু হয় বেদম প্রহার।

আরও পড়ুন –ঘর থেকে মা ও দুই সন্তানে দেহ উদ্ধার

 

ভিডিও দেখা যাচ্ছে কয়েকজন যুবক তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে নির্মম ভাবে মারধর করে। বিবস্ত্রও করে দেওয়া হয়। শরীর দিয়ে অনবরত রক্ত ঝরতে থাকে। যদিও স্থানীয়দের একাংশ বাচ্চাটিকে উদ্ধার করে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা বাচ্চাটিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর প্রসেনজিত সরকার। তিনি তীব্র নিন্দা করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

Next Post

চাকরি গেল তৃণমূল কাউন্সিলরের?

Sat Mar 4 , 2023
আর সি টিভি সংবাদ , ৪মার্চ : নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন রাজ্য জুড়ে শোরগোল চলছে, তখন বালুরঘাটে তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহের নাম চাকরি বাতিলের তালিকায়। আর এনিয়ে চাঞ্চল্য শহরে। জানা গিয়েছে বালুরঘাট পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর দীপান্বিতাদেবী।   আরও পড়ুন –“হোস্টেলে সাপ আছে”- ঘর না দিয়ে দৃষ্টিহীন […]

আপনার পছন্দের সংবাদ