আর সি টিভি সংবাদ , ৪ মার্চ :মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে গ্রেফতার হয়েছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা আইনজিবী সেলের নেতা কৌস্তভ বাগচী। কৌস্তভকে তার ব্যারাকপুরের বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ। কৌস্তবের গ্রেফতারি ইস্যুতে রাজ্যের জেলায় জেলায় দিনভর চলে কংগ্রেসের আন্দোলন। একই ছবি রায়গঞ্জেও।
আরও পড়ুন –চাকরি গেল তৃণমূল কাউন্সিলরের?
উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস ও যুব কংগ্রেসের পক্ষ থেকে শনিবার দুপুরে শহরে একটি বিক্ষোভ মিছিল করা হয়। এরপর থানা ঘেরাও করেন দলীয় নেতা কর্মীরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন যুব কংগ্রেসের জেলা সহ সভাপতি সৌভিক রায়। তিনি বলেন সাগরদিঘীর ফলাফল ঘোষনার পর তৃনমূলের মদতে কংগ্রেসকে দমানোর চেষ্টা করছে পুলিশ। এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সৌভিকবাবু।প্রসঙ্গতঃ এদিন কৌস্তব বাগচিকে তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। তার জামিন মঞ্জুর করেন বিচারক।