অপারেশন সিঁদুর চলাকালীন সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর হানা, লস্করের এক জঙ্গি খতম

ডিজিটাল ডেস্কঃ জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) থেকে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতেই ফের সক্রিয় হল ভারতীয় সেনা (Indian Army)। চলমান ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর মধ্যে মঙ্গলবার সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান (Shopian) জেলার জিনপাথের কেল্লে অঞ্চলে নিরাপত্তাবাহিনী চালায় বড়সড় জঙ্গি বিরোধী অভিযান। সেখানে গুলির লড়াইয়ে এক লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) জঙ্গিকে খতম করা হয়েছে। এখনও আরও দুই জঙ্গির সঙ্গে সেনার গুলির লড়াই চলছে বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সেনা, সিআরপিএফ (CRPF) ও কাশ্মীর পুলিশ যৌথভাবে ওই এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি অভিযান শুরু করে। আচমকা সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনী। সংঘর্ষে এক লস্কর জঙ্গি নিহত হয়। যদিও বাকি দু’জন এখনও আশেপাশেই লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। অভিযান চলছে।

আরও পড়ুনঃ আদমপুর বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী মোদী, বায়ুসেনার সাহসিকতায় কৃতজ্ঞতা প্রকাশ

গত ২২ এপ্রিল পহেলগাঁও (Pahalgam) হামলার পর থেকেই উপত্যকায় জঙ্গি ধরপাকড় ও খতমের কাজে জোর দিয়েছে প্রশাসন। শতাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে চলছে জেরা। এই প্রেক্ষিতেই শুরু হয় ‘অপারেশন সিঁদুর’। গত ৬ ও ৭ মে পাক মাটিতে চালানো অভিযানে ধ্বংস হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের (PoK) অন্তত ৯টি জঙ্গিঘাঁটি। খতম করা হয় একশোরও বেশি জঙ্গিকে।

এরপর পাকিস্তান পাল্টা হামলার চেষ্টা চালালেও, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা ব্যর্থ করে দেয়। শুধু তাই নয়, ভারতের পাল্টা অভিযানে পাক বায়ুসেনার অন্তত ১১টি ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় বলে প্রতিরক্ষা সূত্রে দাবি। এই চাপেই ইসলামাবাদ সংঘর্ষবিরতির প্রস্তাব দেয়। ভারত সেই প্রস্তাবে সম্মতি জানালেও স্পষ্ট করে দেয়, অপারেশন সিঁদুর শেষ হয়নি, বরং কাশ্মীর উপত্যকায় লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চলবে।

সোপিয়ানের মঙ্গলবারের অভিযান সেই ধারাবাহিকতারই অংশ। সেনা সূত্রে জানানো হয়েছে, উপত্যকার প্রতিটি অঞ্চলে নজরদারি চালিয়ে ধাপে ধাপে জঙ্গিদের খতম করা হবে। ভারত এখন জঙ্গিবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে বলেই স্পষ্ট ইঙ্গিত।

Next Post

১৭ মে থেকে মাঠে ফিরছে আইপিএল, কলকাতায় পর্দা নামল আগেই

Tue May 13 , 2025
ডিজিটাল ডেস্কঃ সীমান্তে সাময়িক উত্তেজনার জেরে এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছিল আইপিএল (IPL)। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় ফের মাঠে ফিরছে এই ক্রিকেট উৎসব। সোমবার বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য নতুন সূচি ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হবে […]

আপনার পছন্দের সংবাদ