নিউজ ডেস্ক, ১৪ মার্চ : রায়পুরে চলছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। সেখানে বিভিন্ন দেশের ক্রিকেট দলগুলো অংশগ্রহণ করেছে। প্রথম থেকেই চেনা ছন্দে রয়েছেন লিটল মাস্টার শচীন তেন্ডুলকার।
দক্ষিন আফ্রিকা লেজেন্ডস এর বিরূদ্ধে ঝোড়ো ব্যাটিং করেন শচীন তেন্ডুলকার। প্রথমে ব্যাট করতে নেমে ২০৪ রান করে ইন্ডিয়া লেজেন্ডস। ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন যুবরাজ সিং। পাশাপাশি ম্যাচে ঝোড়ো ইনিংস খেললেন শচীন। ৩০ বলে ৫০ রানে পৌঁছান শচীন। ৩৭ বলে ৬০ রান করেন শচীন। তার ইনিংস এ ছিলো ৯ টি চার এবং ১ টি ছয়। পাশাপাশি যুবরাজ সিং ও হাফ সেঞ্চুরি করেন। ম্যাচ শুরুর আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারের হাতে শচীন তেন্ডুলকার তুলে দেন প্রাক্তন ক্রিকেটারদের স্বাক্ষর করা একটি জার্সি। উল্লেখ্য, ইন্ডিয়া লেজেন্ডস ও দক্ষিন আফ্রিকা লেজেন্ডস ছাড়াও এই সিরিজে রয়েছে শ্রীলঙ্কা লেজেন্ডস, ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস, ইংল্যান্ড লেজেন্ডস এবং বাংলাদেশ লেজেন্ডস। চলতি বছর এই সিরিজে দুটি নতুন দল যোগদান করেছে বাংলাদেশ লেজেন্ডস এবং ইংল্যান্ড লেজেন্ডস। রায়পুরের নবনির্মিত শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসেছে এই ক্রিকেট টুর্নামেন্টের আসর। ২০২০ সালে করোনার কারণে প্রথম বারের টুর্নামেন্ট মাঝপথেই স্থগিত রাখতে হয়েছিল। এবারে সেকারণে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে টুর্নামেন্টের দলগুলিকে। করোনার কারণে অস্ট্রেলিয়া খেলছে না এবারের টুর্ণামেন্টে সেকারণে কেভিন পিটারসেনের ইংল্যান্ড লেজেন্ডস এবং বাংলাদেশের প্রাক্তন খেলোয়ারদের নিয়ে তৈরি বাংলাদেশ লেজেন্ডস নামে দু’টি দল আত্মপ্রকাশ করেছে। দীর্ঘদিন পর মাঠে ফিরে ব্যাট হাতে গর্জে উঠলেন লিটিল মাস্টার শচীন তেন্ডুলকার।